এক্সপ্লোর
মনে করতাম, রোম্যান্টিক চরিত্র করার মত সুদর্শন নই, বললেন শাহরুখ

মুম্বই: রোমান্সের বাদশা বলা হয় তাঁকে। কিন্তু সেই শাহরুখ খান আগে মনে করতেন, রোম্যান্টিক চরিত্র করার মত সুদর্শন চেহারা নয় তাঁর। তাই ও ধরনের ছবি করতে পারবেন না তিনি। কিন্তু যশ চোপড়া নিজের হাতে তাঁর কেরিয়ার গড়ে দেন। তিনিই তাঁকে বলেন, রোমান্টিক চরিত্র না করলে কেরিয়ার বেশি দূর এগোবে না। চতুর্থ যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ড নিতে এসে এসআরকে বলেছেন, কখনও লাভার বয়ের চরিত্র করতে চাইতেন না তিনি। ভয় ছিল, তাঁর যে চেহারা, তাতে লাভার বয় হিসেবে মানাবে না। নিজেকে রোমান্স করার মত সুদর্শন বলে মনে হত না তাঁর। কিন্তু যশ চোপড়া তাঁকে বার বার বলতেন, প্রেমের ছবি না করলে কেরিয়ার এগোবে না। আর যশ চোপড়া যখন কিছু বলেন, তখন তা অগ্রাহ্য করা মুশকিল। যশের ওপর বিশ্বাস রেখে জীবনে এতদূর এসেছেন বলে জানিয়েছেন শাহরুখ। বিখ্যাত ওই প্রযোজক শাহরুখকে বলেছিলেন, তাঁর ওপর বিশ্বাস রেখে লাভ স্টোরিতে অভিনয় করতে। তিনি তা করেছিলেন আর তাই গড়ে দেয় তাঁর কেরিয়ার। এতে একমাত্র যশ চোপড়ারই অবদান রয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















