New Bengali Movie: প্রথমবার প্লে-ব্যাকে লাবণী, গানে ফিরছেন খরাজও, আসছে 'নস্য়ির কৌটো'
Laboni Sarkar: অভিনয় তো বটেই, এই ছবির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে লাবণী ও খরাজের প্লে-ব্যাক গান। এর আগে অবশ্য খরাজের গলায় নতুন গান শুনেছেন দর্শক
![New Bengali Movie: প্রথমবার প্লে-ব্যাকে লাবণী, গানে ফিরছেন খরাজও, আসছে 'নস্য়ির কৌটো' New Bengali Movie: Laboni Sarkar and Khoraj Will do a play back for new movie Nossir Kouto New Bengali Movie: প্রথমবার প্লে-ব্যাকে লাবণী, গানে ফিরছেন খরাজও, আসছে 'নস্য়ির কৌটো'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/22/d97fbaa06304ecf3039e9a1156747c89168745603208449_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রথমবার কোনও ছবিতে প্লে-ব্যাক করছেন অভিনেত্রী লাবণী সরকার (Laboni Sarkar) ও দীর্ঘদিন পরে বড়পর্দায় প্লে-ব্যাকে ফিরছেন খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। নেক্সট আইডিইয়েশন এন্টারটেনমেন্ট ও এস জি এস এন্টারটেনমেন্ট প্রযোজিত নতুন ছবি 'নস্যির কৌটো'-তে অভিনয়ের সঙ্গে সঙ্গে শোনা যাবে এই দুই অভিনেতা অভিনেত্রীর গানও।
এই ছবিটি পরিচালনা করেছেন রাজীব ঘোষ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিষেক সিংহ, লাবণী সরকার, বিশ্বনাথ বসু, ও রূপসা মুখোপাধ্যায়। ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় দাস, অতিরিক্ত স্ক্রিপ্ট লিখেছেন সায়ক চক্রবর্তী। কমেডির মোড়কে জীবনের গল্প শোনাতে আসছে নতুন ছবি নস্যির কৌটো'।
ছবির প্রেক্ষাপট
কলকাতায় এম এন সি তে চাকরি করে সৌকর্য। নিজের কাকার ২৩ নম্বর বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গ্রামের বাড়ি ফিরেছে সে। সেখানেই ঠাকুমার থেকে সে সন্ধান পায়, তার প্রয়াত দাদুর একটি নস্যির কৌটোর। সেই কৌটো হাতে আসার থেকেই শুরু হয় গন্ডগোল। নস্যির কৌটো ঘিরে ঘটে নানান মজার ঘটনা। কিন্তু কি হয় তারপর? ম্যাজিক নস্যির প্রভাব থেকে কতদূর গড়ায় ঘটনাপ্রবাহ, সেই গল্পই শোনাবে নতুন এই ছবি।
ছবিটি নিবেদন করছেন রঞ্জন দাস। ছবির বিষয়ে পরিচালক রাজীব ঘোষ বলছেন, 'এই ছবি সপরিবারে দেখার মতো একটি নির্ভেজাল পারিবারিক ছবি। যে দর্শক কমেডি পছন্দ করেন, পারিবারিক গল্প পছন্দ করেন, যে দর্শক থ্রিলার পছন্দ করেন, এমনকি যে দর্শক ভয়ের ছবিও পছন্দ করেন, সকলে খুব উপভোগ করে এই ছবি দেখতে পারবেন।'
অভিনয় তো বটেই, এই ছবির অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে লাবণী ও খরাজের প্লে-ব্যাক গান। এর আগে অবশ্য খরাজের গলায় নতুন গান শুনেছেন দর্শক। তবে এই প্রথমবার লাবণীর সুরেলা গলা শুনবেন দর্শক। আজ প্রকাশ পেয়েছে চরিত্রদের ফার্স্ট লুক। সেখানে বেশ আধুনিক বেশে দেখা গিয়েছে রূপসাকে। টোপর হাতে, বেশ আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন বিশ্বনাথও। এই ছবিতে অভিষেকের চরিত্রের বিভিন্ন বয়সের লুক রয়েছে। তার কারণ অবশ্য লুকিয়ে ছবির গল্পে। এখনও প্রকাশ্যে আসেনি ছবি মুক্তির তারিখ।
আরও পড়ুন: International Yoga Day: সুস্থ থাকবে হৃদযন্ত্র, রুখবে ক্যানসার-ঝুঁকি! যোগের উপকার বোঝালেন ডাক্তাররা
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)