SRK-Aryan Khan: আরিয়ান খানের পরিচালনায় অভিনয় শাহরুখের, সঙ্গী সুহানা, ভাইরাল ভিডিও
Suhana Khan and SRK: ২০২৩ সালের এপ্রিল মাসে 'ডিয়াভোল এক্স'-এর প্রথম বিজ্ঞাপনটিতেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আরিয়ান। সেই বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে আরিয়ান নিজেও অভিনয় করেছিলেন।
![SRK-Aryan Khan: আরিয়ান খানের পরিচালনায় অভিনয় শাহরুখের, সঙ্গী সুহানা, ভাইরাল ভিডিও Shah Rukh Khan teams up with daughter Suhana first time for son Aaryan Khan brand commercial SRK-Aryan Khan: আরিয়ান খানের পরিচালনায় অভিনয় শাহরুখের, সঙ্গী সুহানা, ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/09/ce563f686fd8b86a910ba2def952f0851709972718878229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ফের আরিয়ান খানের (Aryan Khan) পরিচালনায় অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে (Shah Rukh Khan)। সঙ্গী মেয়ে সুহানা খানও (Suhana Khan)। আরিয়ানের জামাকাপড়ের ব্র্যান্ড 'ডিয়াভোল এক্স'-এর (Dyavol X) নতুন বিজ্ঞাপনে শাহরুখ সাড়া ফেলে দিয়েছেন সোশাল মিডিয়ায়।
ছেলের পরিচালনায় বিজ্ঞাপনে শাহরুখ, সঙ্গী সুহানা
শুক্রবার অনুরাগীদের মন জয় করলেন বাবা-মেয়ে জুটি। সুহানা খান ও শাহরুখ খানকে একসঙ্গে দেখা গেল আরিয়ান খানের জামাকাপড়ের ব্র্যান্ডের বিজ্ঞাপনে, তাঁরই পরিচালনায়। লাক্সারি এই ব্যান্ডের নাম 'ডিয়াভোল এক্স'। এই ভিডিও শেয়ার করে কিং খান লেখেন, 'এমন এক কোলাবোরেশন যা আপনারা ভাবেননি যে আপনাদের প্রয়োজন আছে... কিন্তু প্রত্যেক ভাল গল্পের একটা করে সিক্যুয়েল প্রয়োজন। X-2. প্রকাশ্যে আসছে ১৭ মার্চ কেবল মাত্র www.dyavolx.com-এ।'
আরিয়ান খানের পরিচালনায় লাক্সারি স্ট্রিটওয়ার ক্লোদিং ব্র্যান্ড 'ডিয়াভোল এক্স'-এর নতুন বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করলেন শাহরুখ খান এবং সুহানা খান। সোশাল মিডিয়ায় শাহরুখ খান নতুন বিজ্ঞাপনটি পোস্ট করার পরে মাত্র ১২ ঘণ্টাতেই তাতে ৮ লক্ষ ৭০ হাজারের বেশি লাইক পড়েছে। আরিয়ান খান তাঁর লাক্সারি ক্লোদিং ব্র্যান্ডের নতুন কালেকশনের নাম দিয়েছেন 'এক্স টু'। বিজ্ঞাপনী ভিডিওটি পোস্ট করে একটি কমেন্টে মেয়েকে নিয়ে শাহরুখ লেখেন, 'মহিলাদের জন্য উৎসর্গ করা দিনে….আমার মেয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সবচেয়ে দুর্দান্ত! এবং অবশ্যই বড় ছেলেও তার কাজ করেছে... তোমাদের দুজনকেই ভালবাসি।' প্রসঙ্গত, ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবসে এই বিজ্ঞাপন মুক্তি পায়। অন্যদিকে পরের কমেন্টে আবার ছেলেকে নিয়ে অভিনেতা লেখেন, 'যদিও আমি তোমাকে খুব সীমিত সময় দিয়েছি... তাও খুব ভাল করে কাজটা করেছ। তোমার সব ভাল হোক এবং আশা করি ডিয়াভোল এক্স আকাশে উড়ান নিক!! ভালবাসি।'
View this post on Instagram
২০২৩ সালের এপ্রিল মাসে 'ডিয়াভোল এক্স'-এর প্রথম বিজ্ঞাপনটিতেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আরিয়ান। সেই বিজ্ঞাপনে শাহরুখ খানের সঙ্গে আরিয়ান নিজেও অভিনয় করেছিলেন। 'ডিয়াভোল এক্স'-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিজ্ঞাপনটির ক্রেডিট লিস্টে পরিচালক হিসেবে ছিল আরিয়ান খানের নাম। শুধু তাই নয়, ক্রিয়েটিভ আইডিয়ার লিস্টেও নাম ছিল আরিয়ান খানের। ব্যবসায়িক দুনিয়ায় আরিয়ান খানের এটিই প্রথম উদ্যোগ। বলা যায় 'ডিয়াভোল এক্স'-এর হাত ধরে একসঙ্গে তিনটি তির ছুঁড়েছেন আরিয়ান। উদ্যোগপতি হিসেবে, পরিচালক হিসেবে এবং অভিনেতা হিসেবেও।
আরও পড়ুন: 'Shaitaan' BO Collection: প্রথম দিনেই ছক্কা হাঁকাল 'শয়তান'! কত কোটির ব্যবসা করল মাধবন-অজয়ের ছবি?
বলিউড সূত্রে খবর, আরিয়ান খান খুব শিগগিরিই তাঁর ওয়েব সিরিজ 'স্টারডম'-এর শ্যুটিং শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছে সিরিজটিতে শাহরুখ খান, রণবীর কপূর, রণবীর সিংহ, কর্ণ জোহর এবং ববি দেওল ক্যামিও চরিত্রে থাকবেন। সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন মোনা সিংহ এবং লক্ষ্য লালওয়ানি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)