New Parliament House: নতুন সংসদ ভবনের ঝলকে 'স্বদেশ'-এর ছোঁয়া, শাহরুখ, অক্ষয় ও রজনীকান্তকে ধন্যবাদ জানালেন মোদি
New Parliament House News: সংসদভবন মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় এই ভবনের যাবতীয় বিশেষত্বের কথা বলে একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করে নিয়েছিলেন খোদ শাহরুখ।
নয়াদিল্লি: দেশের রাজনীতির ইতিহাসে সূচনা হল নয়া যুগের। নতুন সংসদভবন পেল দেশ (New Parliament Building)। আজ, রবিবার তার শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন নয়া সংসদভবন চত্বের প্রথমে মহাত্মা গাঁধীর মূর্তিতে মাল্যদান করেন তিনি। তার পর সকাল সাড়ে ৭টায় যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। পুজোয় অংশ নেন প্রধানমন্ত্রী এবং লোকসভার স্পিকার ওম বিড়লা (Parliament Building Inauguration)। আর ভবন উদ্বোধনের পরে, বক্তৃতা দিতে গিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), অক্ষয় কুমার (Akshay Kumar) ও রজনীকান্ত (Rajnikanth)-কে।
কেন? কারণ, সংসদভবন মুক্তির আগেই সোশ্যাল মিডিয়ায় এই ভবনের যাবতীয় বিশেষত্বের কথা বলে একটি ভিডিও ট্যুইটারে শেয়ার করে নিয়েছিলেন খোদ শাহরুখ। 'স্বদেশ' (Swadesh) ছবির টাইটেল ট্র্যাকের আবহের সঙ্গে শাহরুখের গলায় সংসদভবন সম্পর্কিত কথা... সব মিলিয়ে যেন গায়ে কাঁটা দিয়েছে শ্রোতাদের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও।
What a magnificent new home for the people who uphold our Constitution, represent every citizen of this great Nation and protect the diversity of her one People @narendramodi ji.
— Shah Rukh Khan (@iamsrk) May 27, 2023
A new Parliament building for a New India but with the age old dream of Glory for India. Jai Hind!… pic.twitter.com/FjXFZwYk2T
শুধু শাহরুখ নয়, নতুন সংসদভবনের ভিডিও পোস্ট করেছিলেন অভিনেতা অক্ষয় কুমারও। এই ভিডিওর আবহে খোদ অক্ষয়ের গলায় শোনা গিয়েছিল দেশভক্তির কথা, ভারতকে ভালবাসার কথা, নতুন সংসদভবনের গুরুত্ব, বিশেষত্বের কথা। এই ভিডিও মন ছুঁয়ে গিয়েছিল অনুরাগীদের।
Proud to see this glorious new building of the Parliament. May this forever be an iconic symbol of India’s growth story. #MyParliamentMyPride pic.twitter.com/vcXfkBL1Qs
— Akshay Kumar (@akshaykumar) May 27, 2023
কেবলমাত্র শাহরুখ ও অক্ষয় নয়, নতুন সংসদ ভবন নিয়ে ট্যুইট করেছিলেন দক্ষিণী অভিনেতা রজনীকান্তও। এদিন, নতুন সংসদভবনে ভাষণ দেওয়ার সময় তিন অভিনেতার নাম করে ধন্যবাদ জানান খোদ নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'