New Song Teaser: 'এই মায়াবী চাঁদের রাতে' প্রথম গানের অপেক্ষায় শ্রোতারা, প্রকাশ্যে টিজার
New Song Teaser: শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় ফেব্রুয়ারি মাসে মুক্তি পাচ্ছে 'বাবা, বেবি, ও...'। অভিনয় করবেন যীশু সেনগুপ্ত ও শোলাঙ্কি রায়। প্রকাশ পেল সেই ছবির প্রথম গানের টিজার।
কলকাতা: 'এই মায়াবী চাঁদের রাতে' (Ei Mayabi Chaader Raate) দর্শক-শ্রোতাদের 'মনের এক গোপন কথা' বলতে হাজির 'বাবা, বেবি, ও' (Baba, Baby, O...) ছবির প্রথম গান। মুক্তি পেল সেই গানের টিজার। এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের এক ঝলক পোস্ট করে প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'। চমক হাসানের সঙ্গীত পরিচালনায় আগামী ২২ ডিসেম্বর সম্পূর্ণ গানটি মুক্তি পাবে।
এদিন নিজেদের সোশ্যাল মিডিয়ায় গানের ২৫ সেকেন্ডের একটি টিজার পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে, মনের এক গোপন কথা, তোমায় বলতে চাই...শুনতে চাই...কী? আপনারাও শুনতে চান তো পুরো গানটা? আর মাত্র দুদিনের অপেক্ষা। বাবা, বেবি ও-র প্রথম গান "এই মায়াবী চাঁদের রাতে" আসছে ২২শে ডিসেম্বর' (অপরিবর্তিত)
View this post on Instagram
গানের লিরিক্সের সঙ্গে তাল মিলিয়ে লেখা হয় পোস্টের ক্যাপশন। চমক হাসানের অতি জনপ্রিয় এই গানটিই এবার ব্যবহৃত হচ্ছে যীশু সেনগুপ্ত, শোলাঙ্কি রায় অভিনীত 'বাবা, বেবি, ও...' ছবিতে। প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি।
আরও পড়ুন: ABP Live Exclusive: 'হামি ২' ছবিতে ৪৭ জন নতুন শিশু কাজ করছে: শিবপ্রসাদ মুখোপাধ্যায়