New Tollywood Film: নারীশক্তির উদযাপনের গল্প, 'ঝুমুর' নিয়ে আসছেন রাজশ্রী, জন, খরাজ
Jhumur: ঝুমুর মুর্মূকে নিয়েই এগিয়ে গিয়েছে এই ছবির গল্প। ঝুমুর পড়াশোনায় মেধাবী। খেলাধুলোতেও খুব ভাল
কলকাতা: বর্তমান সমাজে যখন নারীশিক্ষার জয়গান, সেই সময়েই চোখে পড়ে নারী বিপন্নতার ছবিটাও। বর্তমান সময়ে সত্যিই কি নিরাপদ নারীরা.. এই প্রশ্নই ওঠে বার বার। সেই প্রেক্ষাপটেই আসছে নতুন গল্প 'ঝুমুর'। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন নবাগতা রাজশ্রী। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন। গল্পের প্রধান চরিত্রের নাম ঝুমুর। ঝুমুর মুর্মূ। এই চরিত্রেই দেখা যাবে রাজশ্রীকে। তাঁকে দেখা যাবে এমন এক আদিবাসী কন্যার ভূমিকায় যে শহরে এসেছে গ্রাম থেকে, পড়াশোনা করার জন্য।
ঝুমুর মুর্মূকে নিয়েই এগিয়ে গিয়েছে এই ছবির গল্প। ঝুমুর পড়াশোনায় মেধাবী। খেলাধুলোতেও খুব ভাল। শহরে এসে একটি নাম করা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সে। কিন্তু সেখানে এসেই বদলে যায় ঝুমুরের জীবন। নতুন শহর, নতুন বন্ধুত্ব, সম্পর্ক, প্রেম সবই আসে ঝুমুরের জীবনে। কিন্তু হঠাৎ সেই বিশ্ববিদ্যালয়েরই এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন। ঝুমুরের মনে প্রশ্ন জাগে, শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা কি আদৌ সুরক্ষিত? এতদিন ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষখেকো শিয়ালের সঙ্গে। কিন্তু ঝুমুর কি শহরের পরিস্থিতি পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে? লড়াই করতে পারবে? সেই গল্পই এবার উঠে আসছে বড়পর্দায়।
প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক মেয়ের এই লড়াই ক্যামেরায় বন্দি করে বড় পর্দায় আনতে চলেছেন পরিচালক বরুণ দাস। আর মুখ্যচরিত্রে দেখা যাবে রাজশ্রীকে। তিনি এই ছবি সম্পর্কে বলছেন, 'ঝুমুর ছবিতে অভিনয় করা আমার কাছে দুর্দান্ত একটা অভিজ্ঞতা। প্রায় ২ বছর সময় লেগেছে নিজেকে তৈরি করতে। এই ছবিতে আমি একজন আদিবাসী মেয়ের ভূমিকায় অভিনয় করছি। চরিত্রকে রপ্ত করার জন্য আমি দিনের পর দিন আদিবাসী গ্রামে গিয়ে পড়ে থেকেছি। সেখানকার ভাষা, আদব কায়দা সবটাই আমায় শিখতে হয়েছে। এমনকি ট্রেনারের কাছে মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা, কবাডি, ফুটবল, সবকিছুই শিখেছি। বাংলায় এটা প্রথম ছবি যেখানে হিংস্র শিয়ালের সঙ্গে লড়াই দেখানো হচ্ছে। এটি বেশ নতুনত্ব। ঝুমুর আসলে নারীশক্তির কথা বলে। পুরুষের ওপর নির্ভর করে নয়, নারীকে নিজেই হাতে অস্ত্র তুলে নিতে হবে। ১৭ জানুয়ারি মুক্তি পাবে ঝুমুর। এবার বড়পর্দায় হবে নারীশক্তির উদযাপন
আরও পড়ুন: Salman Khan: আরও কড়া হল সলমন খানের বাড়ির নিরাপত্তা, ফের হুমকি?