এক্সপ্লোর
Advertisement
দেখে মুগ্ধ, বিগ বি প্রশংসিত ‘নিউটন’ যাচ্ছে অস্কারে
মুম্বই: জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা রাজকুমার রাও অভিনীত ‘নিউটন’ ছবির চিত্রনাট্য একজন তরুণ সরকারি কেরানিকে কেন্দ্র করে শুরু হয়েছে। সেই কেরানিকে মাও অধ্যুষিত এলাকায় নির্বাচনী কাজে পাঠানো হয়। সেখানে গিয়ে তিনি এক আদর্শগত টানাপোড়েনের মধ্যে পড়ে যান। সেখানে এক অদ্ভুত পরিস্থিতিতে পড়ে নিজের সঙ্গে নিজে লড়াই শুরু করেন সেই কেরানি। ছবিটি দেখেছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, এবং ‘নিউটন’ দেখে তিনি কার্যত বাকরুদ্ধ, মুগ্ধ। ছবি দেখার পর এই টুইটটি করেন বিগ বি..
অমিতাভ বচ্চন প্রশংসিত সেই ছবি এবার অস্কারের মঞ্চে। ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা বিদেশী ছবির ক্যাটাগোরিতে মনোনীত হয়েছে ‘নিউটন’। আজই অমিত মাসুরকর নির্দেশিত এই ছবি মুক্তি পেয়েছে সারা দেশে। ছবিতে অভিনয় করেছেন রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, রঘুবীর যাদব, অঞ্জলি পাতিল এবং সঞ্জয় মিশ্র। ছবি মুক্তির দিনই অস্কার মঞ্চে যাওয়ার খবরে কার্যত আনন্দ দ্বিগুন হয়ে গিয়েছে, প্রতিক্রিয়া ছবির পরিচালকের। রাজকুমার রাও যিনি নিজের কেরিয়ারের এক সুবর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাঁর কাছে এই খবরটি আসলে উপরি পাওনা। এদিকে ছবিটি দর্শকমহল থেকে মুক্তির সঙ্গে সঙ্গে প্রচুর প্রশংসা পাচ্ছে। সবকিছু দেখে পরিচালকের প্রতিক্রিয়া ভাল কাজের স্বীকৃতি ঠিকই মেলে। ছবিটি প্রযোজনা করেছে দৃশ্যম ফিল্মস এবং পরিবেশনার দায়িত্বে রয়েছে এরস ইন্টারন্যাশনাল। বলিউড থেকে নিউটন-এর আগে অস্কার মঞ্চে শেষ পাঁচে ২০০১ সালে পৌঁছতে পেরেছিল আশুতোষ গোয়াড়েকরের ‘লগান’। তার আগে ‘মাদার ইন্ডিয়া’ (১৯৫৮) এবং ‘সালাম বম্বে’ (১৯৮৯)।২০১৮ সালের ৪ মার্চ লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে ৯০ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড।T 2554 - Saw the film 'NEWTON' .. its stark reality was a treat to watch ! An eye opener .. on many aspects .. !! pic.twitter.com/zyeuDUPxiz
— Amitabh Bachchan (@SrBachchan) September 21, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement