Nick Priyanka: মেয়ে মালতীর সঙ্গে ট্যুইনিং, দীপাবলির পুজোয় সামিল নিক-প্রিয়ঙ্কা
Nick Priyanka Diwali: দীপাবলির জন্য বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। বাড়িতেই। উপস্থিত ছিলেন নায়িকার পরিবারের সবাই। হলুদ গোলাপি ফুলে সাজানো হল আসর
![Nick Priyanka: মেয়ে মালতীর সঙ্গে ট্যুইনিং, দীপাবলির পুজোয় সামিল নিক-প্রিয়ঙ্কা Nick Priyanka: Priyanka Chopra and Nick Jonas celebrated Diwali at her home, shares photo on social media Nick Priyanka: মেয়ে মালতীর সঙ্গে ট্যুইনিং, দীপাবলির পুজোয় সামিল নিক-প্রিয়ঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/26/f887a4880803b16ae8bb34bcdc70d991166677190587049_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সাদা পোশাকে সপরিবারে দীপাবলির পুজোর আয়োজন বাড়িতেই। সিঁথিতে সিঁদুর, সাদা সুতোর কাজ কর লেহঙ্গায় ঝলমল করে উঠলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তাঁর কোলে ছোট্ট মেয়ে মালতী (Malati)। দীপাবলির পুজোর একগুচ্ছ ছবি শেয়ার করে নিলেন পিগি চপস।
দীপাবলির জন্য বিশেষ পুজোর আয়োজন করেছিলেন প্রিয়ঙ্কা। বাড়িতেই। উপস্থিত ছিলেন নায়িকার পরিবারের সবাই। হলুদ গোলাপি ফুলে সাজানো হল আসর। মা মধু চোপড়া থেকে শুরু করে স্বামী নিক জোনাস, পরিবারের সবাই সাদা পোশাকে সেজেছিলেন। একসঙ্গে পুজোয় বসলেন নিক-প্রিয়ঙ্কা, কোলে ছোট্ট মালতী।
আরও পড়ুন: Niharika: কেরল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে শিলাজিৎ-অনুরাধার ছবি
সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার দেওয়া সব ছবিতেই মালতীর মুখ ঢেকে দিয়েছেন প্রিয়ঙ্কা। ক্যাপশানে তিনি লিখেছেন, 'সবার জন্য ভালবাসা, শান্তি আর উন্নতি কামনা করছি। মন থেকে সবাইকে শুভ দীপাবলির শুভকামনা জানাচ্ছি। জানি আমি একটু দেরি করে ফেললাম এই ছবিগুলো দিতে, কারণ হয়তো আমি আরও কিছুদিন এই আনন্দে বাঁচতে চাই।'
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)