বিয়ের ১৭ বছর পূর্তি, ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট যীশু-পত্নী নীলাঞ্জনা সেনগুপ্তর
কোনও ছবিতে মালা পরাতে গিয়ে খুনসুটি, তো কোথাও হাতে হাত রেখে সাত জন্ম সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি। যত্ন করে, সাজিয়ে রাখা ১৭ বছর আগের মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে শুধুই লিখলেন '১৭'।
কলকাতা: ভালবাসায়, ভাল থাকায় সতেরো বছর পূর্ণ। নিজের সোশ্যাল মিডিয়ায় বিবাহ বার্ষিকীর দিন কিছু থ্রোব্যাক ছবি পোস্ট করলেন যীশু-পত্নী নীলাঞ্জনা সেনগুপ্ত। ১৭ বছর আগে, আজকের দিনের মুহূর্তরা ফের জ্বলজ্বল করে উঠল নীলাঞ্জনার ইনস্টাগ্রাম প্রোফাইলে।
কোনও ছবিতে মালা পরাতে গিয়ে খুনসুটি, তো কোথাও হাতে হাত রেখে সাত জন্ম সঙ্গ দেওয়ার প্রতিশ্রুতি। যত্ন করে, সাজিয়ে রাখা ১৭ বছর আগের মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। ক্যাপশনে শুধুই লিখলেন '১৭'। শুধু সংখ্যাই যেন কত কথা বলে যায়। ১৭ বছরের একসঙ্গে পথচলা, ভাল রাখা, ভাল থাকা সবই প্রকাশ পায়।
আরও পড়ুন: Akshay on Sooryavanshi: নতুন ছবি পোস্ট করে 'হেরা ফেরি'-র আমেজ ফিরিয়ে দিলেন অক্ষয় কুমার
View this post on Instagram
পর্দায় যতই প্রাণোচ্ছ্বল, কথার পিঠে কথা বলতে থাকা যীশুকে আমরা দেখি না কেন, অভিনেতা এমনিতে খানিক চাপা স্বভাবের। তাঁর প্রোফাইলে কোনও পোস্ট না থাকলেও বিবাহবার্ষিকীর দিন বিশেষ পোস্ট দিতে ভুললেন না নীলাঞ্জনা। তাঁর পোস্টের কমেন্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়েছেন অনুরাগী থেকে শুরু করে টলিপাড়ার একাধিক তারকা। গৌরব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, স্বস্তিকা দত্ত, ঋদ্ধিমা ঘোষ সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন ওই পোস্টে।
ইনস্টাগ্রাম স্টোরিতে ফুলের তোড়া, সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন নীলাঞ্জনা সেনগুপ্ত।