এক্সপ্লোর
প্রয়াত ‘দৃশ্যম’, ‘মাদারি’ সিনেমার পরিচালক নিশিকান্ত কামাত
শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ‘মাদারি’ ও ‘দৃশ্যম’-এর মতো সিনেমার পরিচালক নিশিকান্ত কামাত। তাঁর প্রয়ানে সিনে মহলে শোকের ছায়া। পরিচালকের মৃত্যুর খবর ট্যুইট করে জানান অভিনেতা রীতেশ দেশমুখ। তিনি লেখেন, তোমার অভাব অনুভব করব বন্ধু, ভালো থেকো।
![প্রয়াত ‘দৃশ্যম’, ‘মাদারি’ সিনেমার পরিচালক নিশিকান্ত কামাত Nishikant Kamat Death news Nishikant Kamat Passes Away in Hyderabad Drishyam Director was undergoing treatment of Chronic Liver Disease প্রয়াত ‘দৃশ্যম’, ‘মাদারি’ সিনেমার পরিচালক নিশিকান্ত কামাত](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/18022646/nishikant.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যু ‘মাদারি’ ও ‘দৃশ্যম’-এর মতো সিনেমার পরিচালক নিশিকান্ত কামাত। তাঁর প্রয়ানে সিনে মহলে শোকের ছায়া। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫০। পরিচালকের মৃত্যুর খবর ট্যুইট করে জানান অভিনেতা রীতেশ দেশমুখ। তিনি লেখেন, 'তোমার অভাব অনুভব করব বন্ধু, ভালো থেকো'।
জনপ্রিয় এই পরিচালক দীর্ঘদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন। গত ৩১ জুলাই তাঁকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বর ও তীব্র ক্লান্তি নিয়ে ভর্তি হয়েছিলেন নিশিকান্ত। গত দুই বছর ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন তিনি। প্রাথমিক চিকিত্সায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হয়। সঙ্গে সঙ্গে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। শ্বাসের সমস্যা সহ অন্যান্য সমস্যা দেখা যায়।
পরিচালকের দৃশ্যম সিনেমা হিন্দি রিমেকে অভিনয় করেছিলেন অজয় দেবগন। নিশিকান্তের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন অজয়। তাঁর ট্যুইট- 'নিশিকান্তের সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র দৃশ্যম নিয়েই সীমাবন্ধ ছিল না। তাঁর সঙ্গে সম্পর্ক চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি খুবই তরতাজা ও হাসিখুশি ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি'।
নিশিকান্তের মৃত্যুতে শোক প্রকাশ করে নিমরত কউর লিখেছেন, 'নিশিকান্ত কামাতের অকাল প্রয়ানে শোকাহত। তাঁর সমস্ত প্রিয়জনদের সমবেদনা জানাই'।
'হাবা আনে দে' সিনেমায় অভিনেতা হিসেবে ২০০৪-এ তাঁর অভিষেক হয়েছিল। পরে পরিচালনার প্রতি আকৃষ্ট হন এবং টডোম্ভিভ্যালি ফাস্টট, টলাই ভারিট-র মতো মরাঠি সিনেমার মাধ্যমে নজর কাড়েন তিনি, পুরস্কার পান ও প্রশংসিত হন।
এরপর তিনি ‘মাদারি’, ‘মুম্বই মেরি জান’, ‘ফোর্স’-এর মতো হিন্দি সিনেমার পরিচালনা করেছেন।
২০১৩-র মালয়ালম সিনেমার হিন্দি রিমেক ‘দৃশ্যম’-এর মাধ্যমে নিশিকান্ত নজর কাড়েন। এই সিনেমায় অজয়ের পাশাপাশি দেখা গিয়েছিল টব্বুকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)