Bigg Boss 15: 'আমি বিগ বসের অংশ নই', প্রিমিয়ার শুরুর আগে পোস্ট অভিনেত্রী রিয়া চক্রবর্তীর
Bigg Boss 15: বলি তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে শিরোনামে এসেছিলেন অভিনেতার তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী। জোর জল্পনা চলেছিল যে এবারে বিগ বসের ঘরে বন্দি হতে পারেন তিনিও।
মুম্বই: 'বিগ বস ১৫'-এ থাকছেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সমস্ত জল্পনায় জল ঢেলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনটাই লিখে পোস্ট করলেন অভিনেত্রী।
বলি তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে শিরোনামে এসেছিলেন অভিনেতার তৎকালীন বান্ধবী রিয়া চক্রবর্তী। 'বিগ বস ১৫'-এর প্রতিযোগীদের নাম ঘোষণার সময় জোর জল্পনা চলেছিল যে এবারে বিগ বসের ঘরে বন্দি হতে পারেন তিনিও। এমনকী তাঁকে প্রতিযোগিতায় আনার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও অফার করা হয়েছিল বলে গুজব রটে। তবে সেই গুঞ্জন যে সত্যি নয়, নিজেই জানালেন রিয়া চক্রবর্তী।
জল্পনা ওড়ালেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty Refutes 'Bigg Boss 15' Rumours)
'জলেবি' অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জল্পনার অবসান ঘটান। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে পরিষ্কার লেখেন, 'আমি শুনেছি জনপ্রিয় টিভি শো বিগ বসে আমার অংশ নেওয়াকে ঘিরে গুজব রটেছে। আমি এটা খোলসা করে জানাতে চাই এই গুজবের কোনও সত্যতা নেই। আমি বিগ বসের অংশ নই।' আজ 'বিগ বস ১৫'-এর প্রিমিয়ার। শো শুরু হওয়ার খানিক আগেই এই পোস্টটি করেন অভিনেত্রী।
আজকের শোয়ের মূল চমক সলমন খানের পারফরম্যান্স। প্রত্যেক বছরের মতো এবারেও 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' অভিনেতা তাঁর হিট গানে নাচ করেন । জানা যাচ্ছে, জনপ্রিয় তারকা তেজস্বী প্রকাশ, কর্ণ কুন্দ্রা, ডোনাল বিস্ত, আফসানা খান, উমর রিয়াজ থাকছেন এবারের বিগ বসে। এছাড়াও চলতি বছরে বিগ বস ওটিটিতে প্রতিযোগী হিসেবে থাকা শমিতা শেট্টি, নিশান্ত ভট্ট এবং প্রতীক সেহজপালও থাকছেন সলমন খানের বিগ বসে।
আরও পড়ুন: আসছে 'গডসে', গাঁধীজির জন্মদিনে নতুন ছবির ঘোষণা সন্দীপ সিংহ, রাজ শাণ্ডিল্য ও মহেশ মঞ্জরেকরের