এক্সপ্লোর
Advertisement
দেখুন: হোলিতে মজা মাতল টিম ‘স্ট্রিট ড্যান্সার’, শ্রদ্ধা কপূরকে দিলবর নাচের মুভ শেখালেন নোরা ফতেহি
মুম্বই: রেমো ডি'সুজার আগামী সিনেমা ‘স্ট্রিট ড্যান্সার’-এর শ্যুটিং ভারতে ও বিদেশে শ্যুটিং চলছে। সম্প্রতি লন্ডনে শ্যুটিং সেরে দেশে ফিরেছেন ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার কলাকুশলীরা। গত বৃহস্পতিবার দলের সদস্যরা জমিয়ে হোলির আনন্দ উপভোগ করলেন। শ্রদ্ধা কপূর, নোরা ফতেহি, বরুণ ধবন ও পরিচালক রেমো এবং অন্যান্য সদস্যরা জমিয়ে পার্টি করলেন ওই দিন রাতে। আর তাঁদের এই উত্সব উদযাপনের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তাঁরা শেয়ার করেছেন। রেমো গতকাল রাতে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে ‘স্ট্রিট ড্যান্সার’ সিনেমার দুই অভিনেত্রী নোরা ও শ্রদ্ধার নাচ দেখা দেখা গিয়েছে। তাঁদের নাচের এই মুভ বেশ মজাদার। আসলে পুরো ভিডিওটিই বেশ মজাদার।
রেমো তাঁর ক্যাপশনে মজার ছলে লিখেছেন, শ্রদ্ধা কপূর ও নোরা ফতেহির জোরদার টক্কর। ওরা যেখানে, যে কোনও সময়ে মুখোমুখি হলেই এটা হবে বলে মনে করছি। আর এটা কিন্তু সিনেমাতে নেই। শুধু তাই নয়, এরপর আরও একটি ভিডিও সামনে আসে। আর এই মজার ভিডিও পোস্ট করেন নোরা। ওই ভিডিওতে নোরাকে তাঁর জনপ্রিয় দিলবর গানের মুভস নিয়ে শ্রদ্ধার ক্লাস নিতে দেখা গিয়েছে।
উল্লেখ্য, এর আগে দিলবর গানের তালে নাচ নিয়ে নোরার সঙ্গে বরুণের টক্করেরও একটা ভিডিও সামনে এসেছিল। নোরার শেয়ার করা ভিডিওটা একটু অন্য ধরনের। ভিডিও নোরাকে দিলবর গানের তালে নাচের মুভ একটার পর একটা দেখাতে দেখা যাচ্ছে।Teaching this cutie @ShraddhaKapoor how to do the Dilbar hook step 🥰🥰❤️❤️ yayyy she did it 🔥💥💥 pic.twitter.com/klRr6xNHiz
— Nora Fatehi (@Norafatehi) March 22, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement