Nora Fatehi: পরিচালনায় আত্মপ্রকাশ নোরা ফতেহির
Nora Fatehi as Director: বৈশ্বিক পপ-কালচার ও ক্রস-কালচার দ্বারা অনুপ্রাণিত নোরা ফতেহির পরিচালনা। তাঁর আগামী মিউজিক ভিডিওতেও সেই ছোঁয়া মিলবে তা বলাই বাহুল্য।
নয়াদিল্লি: নতুন ভূমিকায় নোরা ফতেহি (Nora Fatehi)। তাঁর তৃতীয় আন্তর্জাতিক গানের কণ্ঠ ও প্রযোজনা দুইই নোরার। এবার সেই সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভূমিকা। গানের পরিচালনাও তিনিই করেছেন। গানের নাম 'ডার্টি লিটল সিক্রেট' (Dirty Little Secret)।
পরিচালনায় নোরা ফতেহি
এই গানের হাত ধরে পরিচালনায় পা রাখলেন নোরা ফতেহি। আশা করা যাচ্ছে নতুন কাজে তাঁর আধুনিক, শৈল্পিক ও আন্তর্জাতিক মনোভাব ধরা পড়বে। সবচেয়ে বেশি ফলোয়ার সমেত আরব-আফ্রিকান শিল্পী নোরা ফতেহি। বৈশ্বিক পপ-কালচার ও ক্রস-কালচার দ্বারা অনুপ্রাণিত তাঁর পরিচালনা। তাঁর আগামী মিউজিক ভিডিওতেও সেই ছোঁয়া মিলবে তা বলাই বাহুল্য।
পরিচালনায় আত্মপ্রকাশ সম্পর্কে নোরা ফতেহি বলেন, 'শিল্পী হিসেবে আরও বেশি করার খিদে আমার সবসময়েই থাকে। আমি যখন 'ডার্টি লিটল সিক্রেট' নিয়ে কাজ করছিলাম, তখন আমি প্রতীকী পূর্ণ একটি ভিডিও তৈরি করতে চেয়েছিলাম যা চিত্রনাট্য বোঝার জন্য ধীরে ধীরে ব বুঝতে হবে। আমি গোটা গানটা আমার মনের মধ্যে শুনতে পারতাম। আমি জানতাম যে প্রতীকের সাহায্যে আমি কী দেখাতে চাই। একদম তাইই করেছি। প্রত্যেকটা সেট আপ, প্রত্যেকটা কস্টিউম বদল, প্রত্যেক মুহূর্ত, এই ভিডিওর সবকিছুর কোনও না কোনও মানে আছে। শ্রোতাকে মন দিয়ে গানটা দেখে সবকিছুর মানে বুঝতে হবে।'
View this post on Instagram
আরও পড়ুন: Kuler Achaar New Song: বিক্রম-মধুমিতার আগামী ছবির নতুন গান 'ভুল করেছে ভুল' প্রকাশ্যে