‘ভোটে লড়ছি না’, ট্যুইট জল্পনায় জল ঢেলে সাফ জানালেন অক্ষয়
জল্পনায় জল ঢেলে অক্ষয় জানিয়ে দিলেন, না তিনি এখনই ভোটে লড়ছেন না।
মুম্বই: ‘অজানা দুনিয়ায় পা রাখতে চলেছি। এমন কিছু করতে যাচ্ছি, যা আগে কখনও করিনি। আমি উত্তেজিত এবং একই সঙ্গে নার্ভাসও বটে। বাকি আপডেটের জন্য সঙ্গে থাকুন’। সোমবার সকালে অক্ষয় কুমারের এই ট্যুইটের পরই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়, তাহলে কি এবার ভোটযুদ্ধেও নামবেন বলিউডের খিলাড়ি! ঘণ্টা চারেক আগে সেই জল্পনায় জল ঢেলে অক্ষয় জানিয়ে দিলেন, না তিনি এখনই ভোটে লড়ছেন না।
Getting into an unknown and uncharted territory today. Doing something I have never done before. Excited and nervous both. Stay tuned for updates.
— Akshay Kumar (@akshaykumar) April 22, 2019
Grateful for all the interest shown in my previous tweet but just clarifying in light of some wild speculation, I am not contesting elections.
— Akshay Kumar (@akshaykumar) April 22, 2019
বলি অভিনেতা ট্যুইট করে জানিয়েছেন, “আমার আগের ট্যুইটে আপনাদের উত্সাহ দেখে আমি অভিভূত। তবে যে জল্পনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে তা পরিষ্কার করে দিয়ে জানাচ্ছি, আমি ভোটে লড়ছি না।”
উল্লেখ্য, ইদানিংকালে অক্ষয় যেসব ছবি বলিউডকে উপহার দিয়েছেন তার বেশিরভাগই কোনও না কোনও সামাজিক বার্তা বহন করেছে। যেমন, ‘প্যাডম্যান’, ‘টয়লেট: এক প্রেম কথা’। সমালোচকদের অনেকে আবার ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিটিকে মোদির স্বচ্ছ ভারত প্রকল্পের অংশ হিসেবেও ব্যাখ্যা দিয়ে থাকেন। সম্প্রতি 'রুস্তম' ছবিতে একজন নৌসেনার চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পর্যন্ত জিতেছেন অক্ষয়। এই পরিস্থিতিতে অক্ষয়ের এই ট্যুইটে স্বাভাবিক ভাবেই তাঁর নির্বাচনের ময়দানে অভিষেক হওয়া নিয়ে চর্চা শুরু হয়। তবে সেই ভ্রান্ত ধারনা সর্বত্র সবার মধ্যে ছড়িয়ে পড়ার আগেই অক্ষয় সাফ জানিয়ে দিলেন তিনি এখনই ভোটে লড়ছেন না।