এক্সপ্লোর
কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের নার্সদের সংগঠনের

নয়াদিল্লি: একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে ব্যঙ্গ করার অভিযোগে জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী কপিল শর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করল নার্সদের একটি সংগঠন। নয়াদিল্লির নর্থ অ্যাভেনিউ থানায় এই অভিযোগ দায়ের করেছে দ্য অল ইন্ডিয়া গভার্নমেন্ট নার্সেস ফেডারেশন। অভিযোগে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে নার্সদের অপমান করা হয়েছে। এর জন্য কপিল শর্মা এবং ওই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৭ ও ৮ মে যে অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল সেগুলি ইন্টারনেট সহ সব মাধ্যম থেকে সরিয়ে দিতে হবে বলেও দাবি করেছে নার্সদের সংগঠন। কয়েকদিন আগেই কপিল শর্মার নিজের শহর অমৃতসরের একটি সরকারি হাসপাতালের নার্স ও প্যারামেডিক্যাল কর্মীরা এই অভিনেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখান। এরপর নার্সদের একটি সংগঠন পুলিশে অভিযোগ দায়ের করে। এবার দিল্লিতেও অভিযোগ দায়ের হল।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















