(Source: Matrize)
Nusrat Jahan Photoshoot: নতুন মাতৃত্ব আর নায়িকা ভাবমূর্তি, দুইই অবলীলায় সামলাচ্ছেন নুসরত
শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। আগের থেকেও যেন বেশি ঝলমলে আর তরতাজা নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় দিনভর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের নতুন ফটোশ্যুটের বিভিন্ন ঝলক।
কলকাতা: শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। আগের থেকেও যেন বেশি ঝলমলে আর তরতাজা নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় দিনভর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের নতুন ফটোশ্যুটের বিভিন্ন ঝলক।
ছোট্ট ঈশানকে নিয়ে বাড়ি ফেরার পরেই একটি ছবি পোস্ট করেছিলেন নুসরত। পোশাক ও চুলের সাজ দেখে আন্দাজ করা যায়, সেদিনের ফটোশ্যুটের সেই ছবি ও আজকের একগুচ্ছ ছবি একই দিনে তোলা। তবে প্রত্যেক ফটোর ক্যাপশানে রইল আলাদা আলাদা বার্তা। প্রত্যেক বার্তাতেই ফুটে বেরল আত্মবিশ্বাস।
গত বৃহস্পতিবার, ২৬ অগাস্ট, পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। অপারেশনের দিন সকালে তাঁর শেষ পোস্ট দেখেছিলেন অনুরাগীরা। একটি নিজস্বী পোস্ট করে লিখেছিলেন 'ফেইথ ওভার ফিয়ার' অর্থাৎ ভয়ের ঊর্ধ্বে ভরসা। দিন দুয়েকের বিশ্রামের পর একটি একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন নুসরত। রবিবারের বৃষ্টিভেজা দুপুরে জানলার ধারে রাখা দুটো কফি কাপের বুমেরাং পোস্ট করেছিলেন। সঙ্গে লিখেছিলেন 'রেন, কফি অ্যান্ড মোর...'। বৃষ্টির দিনে হাসপাতালে থেকেই মজেছেন কফিতে। তবে কফির ধোঁয়ায় সঙ্গী কে তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী।
তিনদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, সাদা পোশাকে আনমনে নিজের চুল সরিয়ে নিচ্ছেন নুসরত। হালকা মেকআপে যথারীতি সুন্দরী দেখাচ্ছে নায়িকাকে। ছবির ক্যাপশানে নুসরত লিখেছেন, ক্যামেরার পিছনের দৃশ্য। সেইসঙ্গে তিনি লিখেছেন, ছবিটি তুলেছেন সোমনাথ রায়। কাকতালীয়ভাবে, যশ দাশগুপ্ত ও নিখিল জৈনের প্রোফাইলেও রয়েছে এই সোমনাথ রায়েরই তোলা ছবি। নুসরতের মা হওয়ার দিনেই এই চিত্রগ্রাহকের তোলা ছবিই পোস্ট করেছিলেন দুজনে।
আজ একই পোশাকে তিনটি আলাদা ছবি পোস্ট করেন নুসরত। তার একটিতে তিনি লিখেছেন, 'মনটা সোনার কিন্তু ভগ্ন হৃদয়।' অপরটিতে লিখেছেন, 'সে একটা গুলি ভরা বন্দুকের মত করে হাসতে পারে'। শেষ ছবিতে লেখা, 'সৌন্দর্য্যের থেকে বড় মন'। তিনটি ছবিতেই যথারীতি ঝলমলে দেখাচ্ছে নায়িকাকে।
একদিকে নতুন মাতৃত্ব, অন্যদিকে নিজের নায়িকা ভাবমূর্তি, দুইদিক অবলীলায় সামলে চলেছেন নুসরত।