Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে
প্রকাশ্য়ে নুসরতের সন্তানের পিতৃপরিচয়! পুরসভার সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের নামের পাশে পদবি লেখা দাশগুপ্ত। বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত।
![Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে Nusrat Jahan's son's fathers name revealed, know in details Nusrat Jahan Update: নুসরত সন্তানের বাবা কে? জানা গেল অবশেষে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/15/69cae5f51498fe06af017cde9662d2d6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: প্রকাশ্য়ে নুসরতের সন্তানের পিতৃপরিচয়! পুরসভার সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের নামের পাশে পদবি লেখা দাশগুপ্ত! বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত!
পুরসভার সাইটে বার্থ সার্টিফিকেটে নুসরত পুত্র ঈশানের বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্তর নামটি। প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ। বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত।
গত সোমবার, অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শুরু করেছেন যশ দাশগুপ্ত। ফ্লোর থেকে এবিপি লাইভের মুখোমুখি হয়ে যশ বলেছিলেন, 'আমি ঈশানকে ঈশান নামেই ডাকছি। ওই নামটা আমি আর নুসরত একসঙ্গেই ঠিক করেছি। তাই ওই নামেই ডাকছি। তবে হ্যাঁ, ওর এখনও উত্তর দেওয়ার বয়স হয়নি। খুব ছোট্ট তো। আর ওর ডাকনাম দেওয়া হয়েছে অংশ।'
গত শনিবার পুরসভায় গিয়ে একসঙ্গে ভ্যাকসিন নিয়েছেন যশ ও নুসরত। ঈশানের জন্মের শংসাপত্রে কেবল নিজের নাম রেখেছিলেন বলেই দাবি করেছিলেন নুসরত জাহান। তিনি চান, ছোট্ট ঈশান বড় হোক মায়ের পরিচয়েই। অন্য়দিকে একটি অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নুসরত বলেছিলেন, 'যশের সঙ্গে আমি ভালো অভিভাবকত্ব কাটাচ্ছি।' সন্তানের পিতৃপরিচয় তাঁকে প্রশ্ন করা হলে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, 'বাবা কে তা বাবাই জানে।'
নতুন মাতৃত্ব কেমন উপভোগ করছেন নুসরত? উত্তরে নায়িকা জানান, অন্যান্য সমস্ত নবজাতকেই মতোই ঈশান রাত জাগছে। আর তাই রাতের ঘুম উড়েছে নায়িকারও। তবে আপাতত ডায়েট ছেড়েছেন ফিটনেস ফ্রিক নুসরত? তাঁর কথায়, 'আমি আমার বাচ্চাকে খাওয়াচ্ছি। এখন ডায়েট মেনে চলার কোনও প্রশ্নই ওঠে না।' নুসরতকে প্রশ্ন করা হয়েছিল মাতৃত্বের পরের শারিরীক পরিবর্তন নিয়েও। হাসতে হাসতে নায়িকা উত্তর দিয়েছিলেন, 'এইসব ভাবলে তিনি মাতৃত্বকে উপভোগই করতে পারবেন না। আর তাই এইসব ভাবা তিনি ছেড়ে দিয়েছেন। অতএব স্পষ্ট, আপাতত ছোট্ট ঈশানই নুসরতের ধ্যানজ্ঞান। এই মুহূর্তে কোনও বড় কাজে হাত দেবেন না বলেও জানিয়েছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)