খোঁপায় জুঁই, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর, নতুন রূপে বিজয়ার শুভেচ্ছা নুসরতের
লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর। একে একে গয়নায় সেজে উঠছেন তিনি। নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও আপলোড করে বিজয়ার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।
কলকাতা: লাল শাড়ি, হাতে শাঁখা-পলা, সিঁথিতে সিঁদুর। একে একে গয়নায় সেজে উঠছেন তিনি। নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ভিডিও আপলোড করে বিজয়ার শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। গতকাল অর্থাৎ বিজয়া দশমীতেও সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রাম স্টেটাস আপলোড করেছিলেন নুসরত। লাল সাদা শাড়িতে তাঁর হাতে দেখা গিয়েছিল শাঁখা-পলা।
সদ্য মা হয়েছেন নুসরত জাহান। ঈশান কোলে আসার পর এটাই তাঁর প্রথম পুজো। সোশ্যাল মিডিয়ায় এর আগে সপ্তমীর ছবির সাজের ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। সেখানে দেখা গিয়েছিল, একগোছা হলুদ ফুলের সামনে হালকা সবুজ শাড়িতে বসে রয়েছেন নুসরত। মাথায় ফুলের মালা, গায়ে ভারি গয়না। সোশ্যাল মিডিয়ায় সপ্তমীর সকালে এমন কয়েকটি ছবিই ভাগ করে নিয়েছিলেন তিনি। ৩টি ঝলমলে ছবি শেয়ার করে অনুরাগীদের সপ্তমীর শুভেচ্ছা জানালেন নুসরত। আগেই জানিয়েছিলেন, এবার পুজোয় সবচেয়ে বেশি সময় ঈশানকে দেবেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে একটি ছোট্ট রিলও আপলোড করেছেন নুসরত। সেখানে হলুদ সারারায় দেখা গিয়েছে তাঁকে।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও ভাগ করে নেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, খোঁপায় জুঁইয়ের মালা জড়াচ্ছেন নুসরত। একে একে পরে নিচ্ছেন গয়না। লাল শাড়িতে অপরূপা তিনি। হাতে রয়েছে শাঁখা-পলা। সিঁথিতে ভরা সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাগ করে নিয়ে নুসরত লিখেছেন, 'আসছে বছর আবার হবে'। এর আগেও হতে শাঁখা পলা দেখা গিয়েছে নুসরতের ছবিতে।
সদ্য যশের জন্মদিন গিয়েছে। যশের কেকের ছবি শেয়ার করেছিলেন নায়িকা। সেখানে লেখা ছিল হাজব্যান্ড ও ড্যাড। কোনও কথা না বলে এভাবেই কি সবার সামনে যশকে নিজের স্বামী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন নুসরত? কেবল ছবি নয়, যশের সঙ্গে জন্মদিনের রাতের খাবারের ছবিও ভাগ করে নেন নুসরত। সেখানে হাসিমুখে দেখা গেল 'যশরত' জুটিকে।
অন্যদিকে ঈশানকে সামলে শ্যুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন নুসরত। নিজের নতুন ছবি জয় কালী কলকাত্তাওয়ালীর শ্যুটিং শুরু করেছেন তিনি। নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'