Adipurush: জন্মদিনে নায়ক প্রভাসকে বিশেষ উপহার টিম 'আদিপুরুষ'-এর
Adipurush New Poster: নতুন লুকে প্রভাসের মাথায় লম্বা চুল, গায়ে গেরুয়া বসনের ওপর পরা যুদ্ধের সাজ। গলায় রুদ্রাক্ষের মালা। হাতে তির ধনুক
মুম্বই: প্রভাসের জন্মদিনে নতুন চমক। মুক্তি পেল রামের বেশে প্রভাসের প্রথম পূর্ণাঙ্গ পোস্টার। সামনেই মুক্তি পাবে প্রভাসের নতুন ছবি আদিপুরুষ (Adipurush)। আর আজ, ছবির নায়কের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হল প্রভাসের লুক।
নতুন লুকে প্রভাসের মাথায় লম্বা চুল, গায়ে গেরুয়া বসনের ওপর পরা যুদ্ধের সাজ। গলায় রুদ্রাক্ষের মালা। হাতে তির ধনুক। চোখে শান্ত কিন্তু দৃঢ় চাহনি। কপালে লাল তিলক। প্রিয় অভিনেতার জন্মদিনে এই লুক দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই নতুন পোস্টার শেয়ার করে নিয়েছেন প্রভাস।
সম্প্রতি কৃতির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে বলিউডে গুঞ্জন শুরু হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কৃতি মুখ খুলেছিলেন প্রভাসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। সেখানে কৃতি বলেছিলেন, 'প্রভাসের চোখে অদ্ভুত একটা সারল্য রয়েছে। ও যখন অভিনয় করে, ক্যামেরার দিকে তাকায়, তখন যেন চোখ দিয়েই অভিনয় করে দেয় সবটা। আমার মনে হয় প্রভাসকে এই চরিত্রটায় নেওয়া হয়েছে ওর সারল্যের জন্যই। ভীষণ ভালো কাজ করেছে প্রভাস।'
View this post on Instagram