(Source: Poll of Polls)
Prabhas Birthday: জন্ম থেকেই রুপোলি পর্দার সঙ্গে সম্পর্ক, 'বাহুবলী'-র জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস!
Actor Prabhas Birthday: পর্দার 'বাহুবলী'-র প্রথম ছবি ছিল ২০০২ সালে। 'ঈশ্বর' ছবির হাত ধরেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয়
মুম্বই: তাঁর উত্থান দক্ষিণী ছবির হাত ধরেই। এরপর ধীরে ধীরে বলিউড ছবিতে পা রাখেন তিনি। তবে তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল যে ছবিটি, সেটি দক্ষিণী ছবিই। তাঁর নামের সঙ্গে বাহুবলী (Baahubali) আখ্যা জুড়ে দিয়েছিল ছবির সাফল্যই। এরপর আর তাঁকে ঘুরে তাকাতে হয়নি। দেশের অন্যতম ধনী ও বিখ্যাত তারকার মধ্যে একজন তিনি। আজ.. প্রভাসের (Prabhash) জন্মদিন।
১৯৭৯ সালে প্রভাসের জন্ম হয়েছিল। পরিবারের তৃতীয় সন্তান ছিলেন প্রভাস। বাবা উপ্পালাপতি সূর্য নারায়ন রাজু পেশায় ছিলেন প্রযোজক। জন্ম থেকেই তাই প্রভাসের যোগ ছিল রুপোলি পর্দার সঙ্গে। বাবা-মা ছাড়াও প্রভাসের দাদা ও দিদি রয়েছেন। হায়দরাবাদের নালন্দা কলেজ থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন প্রভাস। সত্যানন্দ ফিল্ম ইন্সটিটিউড থেকেও পড়াশোনা করেছিলেন প্রভাস।
পর্দার 'বাহুবলী'-র প্রথম ছবি ছিল ২০০২ সালে। 'ঈশ্বর' ছবির হাত ধরেই রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয়। এর পরের বছরেই, অর্থাৎ ২০০৩ সালে তিনি 'রাঘবেন্দ্র' ছবিতে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এস এস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এই ছবিতে এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি।
আরও পড়ুন: Rituparna Sengupta: টিম 'মহিষাসুরমর্দ্দিনী'-কে নিয়ে আলোর উৎসব উদযাপনে ঋতুপর্ণা সেনগুপ্ত
এরপর ২০১২ সালে 'রেবেল' ছবিতে অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক ছবিতে কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হল 'বাহুবলী' (বাহুবলী দ্য বিগিনিং)। সালটা ২০১৫ রাজা মৌলীর প্রযোজনায় এই ছবি বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল গোটা দেশে। এই ছবিই প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় গোটা দেশে।
২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী ২)। এটিই প্রথম ছবি যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এই ছবির জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায়, বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেডি করেছিলেন প্রভাস।