এক্সপ্লোর
Advertisement
সুশান্তর দেহ শেষবার দেখে কাঁদতে কাঁদতে রিয়ার মুখ থেকে বেরিয়ে আসে দুটি শব্দ-'সরি বাবু'
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। পরের দিন অর্থাত্ ১৫ জুন সুশান্তর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীও তাঁকে শেষবারের মতো দেখতে ও চিরবিদায় জানাতে সেখানে গিয়েছিলেন।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মুম্বইয়ের কুপার হাসপাতালে। পরের দিন অর্থাত্ ১৫ জুন সুশান্তর গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীও তাঁকে শেষবারের মতো দেখতে ও চিরবিদায় জানাতে সেখানে গিয়েছিলেন। জানা গেছে, কুপার হাসপাতালের মর্গে সুশান্তর মৃতদেহ দেখে কেঁদে ফেলেন রিয়া। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, 'সরি বাবু'।
কুপার হাসপাতালে যে ব্যক্তি সুরজিত সিংহ রাঠৌর রিয়াকে সুশান্তের মৃতদেহ দেখাতে নিয়ে গিয়েছিলেন, তাঁর সঙ্গে এবিপি নিউজ কথাবার্তা বলে এবং রিয়া আসার পর কী ঘটেছিল, তা জানার চেষ্টা করে।
সুরজিত এ জানিয়েছেন, 'ধোনি' সিনেমার অ্যাসোসিয়েট প্রোডিউসার তথা সুশান্ত ও রিয়ার বন্ধু সুরজ সিংহ রিয়ার সঙ্গে কুপার হাসপাতালে এসেছিলেন। সুরজিত বলেছেন, 'সুরজ আমাকে বলে যে সুশান্তের বাড়ির লোকজন রিয়াকে সুশান্তর শেষকৃত্যে সামিল হতে দেবেন না। তাই হাসপাতালের মর্গেই সুশান্তের দেহ শেষবারের মতো রিয়াকে দেখিয়ে দিন। এরপর আমিই রিয়াকে মর্গের ভেতরে নিয়ে যাই এবং সাদা চাদর সরিয়ে সুশান্তর মুখ তাঁকে দেখাই'।
সুরজিত বলেছেন, 'চাদর সরানোর পর রিয়া আবেগবিহ্বল হয়ে পড়েন এবং তিনি কাঁদছিলেন। কাঁদতে কাঁদতেই সুশান্তর দেহ দুই হাত দিয়ে ছুঁয়ে সরি বাবু বলেন। প্রায় পাঁচ মিনিট ধরে সুশান্তর দেহ দেখতে থাকেন রিয়া। এরপর তাঁকে নিয়ে আমি বাইরে বেরিয়ে আসি''।
সুরজিত বলেছে, 'সুশান্ত মৃতদেহ ছুঁয়ে রিয়া এই সরি বাবু বলায় আমার খুব আশ্চর্য লেগেছিল। রিয়ার মুখে এই দুই শব্দ শুনে আমার মনে হয় যে, সুশান্তর জীবিত অবস্থায় তিনি নিশ্চয় ভুল কিছু করেছিলেন। এজন্য, শেষবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইছিলেন'।
সুরজিত বলেছেন, রিয়ার সঙ্গে ওই দিন কুপার হাসপাতালে তাঁর মা, ভাই শৌভিক ও এক বয়স্ক ব্যক্তি এসেছিলেন, যাঁকে তিনি চিনতে পারেননি। সুরজিত বলেছেন, রিয়ার পর পরিবারের লোকেরাই সুশান্তর দেহ শেষবারের মতো দেখতে চেয়েছিলেন। কিন্তু সেখানকার নিরাপত্তা রক্ষী অনুমতি দিতে অস্বীকার করেন। তাই রিয়া ছাড়া তাঁর পরিবারের অন্য কেউ হাসপাতালে সুশান্তর দেহ দেখতে পাননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement