KK Death: আমার দেখা সবচেয়ে নম্র, ভদ্র, খাঁটি মানুষদের একজন, অসাড় লাগছে: শ্রেয়া ঘোষাল
KK Death: কেকে-র একটি ছবি দিয়ে শ্রেয়া লিখেছেন, 'আমার দেখা সবচেয়ে নম্র, ভদ্র, খাঁটি মানুষের একজন। নিজের প্রিয় সন্তানকে লক্ষ লক্ষ ভক্ত, বন্ধু এবং সহকর্মীদের জীবনে ভালবাসা দিতে পাঠিয়েছিলেন ঈশ্বর।
কলকাতা: কেকে-র (Krishnakumar Kunnath) মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। রাত থেকেই একেরপর এক শোকবার্তা। এবার তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। গতকাল রাতেই পরপর বেশকয়েকটি পোস্টে শোক জ্ঞাপন করেছেন শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal)। তিনি প্রথম ট্যুইটারে (Twitter) লিখেছেন 'এই খবরে আমি কিছুতেই মাথা ঠিক রাখতে পারছি না। অসাড় লাগছে। এটা মেনে নেওয়া খুব কঠিন। হৃদয় টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
I am unable to wrap my head around this news. Numb. #KK Why! This is too hard to accept! Heart is shattered in pieces.
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 31, 2022
দ্বিতীয় পোস্টে কেকে-র একটি ছবি দিয়ে শ্রেয়া লিখেছেন, 'আমার জীবনে দেখা সবচেয়ে নম্র, ভদ্র, খাঁটি মানুষের একজন। নিজের প্রিয় সন্তানকে লক্ষ লক্ষ ভক্ত, বন্ধু এবং সহকর্মীদের জীবনে ভালবাসা ছড়িয়ে দেওয়ার জন্য পাঠিয়েছিলেন ঈশ্বর। এখন কী তাঁকে চাইছেন তিনি? এত তাড়াতাড়ি? নিষ্ঠুর! ভাবতে পারছি না তাঁর পরিবার কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।
One of the most humble, gentle, pure human being I have met in my life. God’s dear child was sent to spread love in the lives of millions of fans, friends and colleagues. Now God needed him back? So soon?! Cruel!! Cant imagine what his family is going through. pic.twitter.com/AwDqAGnT3E
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 31, 2022
My deepest sincerest condolences. His golden, soulful voice echoes in all our hearts. Rest in peace dear #KK🙏🏻💔
— Shreya Ghoshal (@shreyaghoshal) May 31, 2022
[/tw]
পাশাপাশি সোনু নিগম (Sonu Nigam)। নিজের ইনস্টাগ্রামের (Instagram) স্টোরিতে কেকে-র একটি ভিডিও শেয়ার করেছেন শিল্পী। লিখেছেন, 'আমার ভাই, এটা ঠিক নয়'।
মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নথ। সঙ্গীত মহলে তিনি কে কে নামেই পরিচিত ছিলেন। মৃতদেহ রাখা হয়েছে CMRI হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, কে কে-র কপাল ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। আজই এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হবে। অন্যদিকে, আজই কলকাতায় আসছেন কে কে-র পরিবারের সদস্যরা। নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। কে কে-র সহকারী ও হোটেল কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।
গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
১৯৬৮-র ২৩ অগাস্ট, দিল্লিতে জন্ম কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত দুনিয়ায় কে কে নামেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিরোরি মল কলেজের প্রাক্তনী কে কে নিজের গানের জাদুতেই অসংখ্য অনুরাগীর হৃদয় জয় করেছেন। বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন।হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে।
আরও পড়ুন: KK Demise: একই অ্যালবামে কাজ করা সত্ত্বেও আমাদের আলাপ হয়নি কোনওদিন: রূপম