এক্সপ্লোর
Advertisement
রাজনীতিতে এখন সত্ লোকের সংখ্যা খুব কম, বললেন সোনাক্ষী
মুম্বই: বাবা শত্রুঘ্ন সিনহাকে আপাদমস্তক সত্ মানুষ হিসেবে মনে করেন বলিউড ডিভা সোনাক্ষী সিনহা। তিনি বলেছেন, তাঁর বাবা কখনই নিজের বক্তব্য জানাতে পিছপা হন না।
উল্লেখ্য, বলিউড তারকা শত্রুঘ্ন বিজেপি সাংসদ। কিন্তু তিনি অনেক সময়ই দলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে বসেন। এ নিয়ে তাঁদের পরিবারে কোনও বিভ্রান্তি তৈরি হয় কিনা, এই প্রশ্নের উত্তরে সোনাক্ষী বলেছেন, বাবা সব সময়ই তাঁর নিজের মতামত জানান। এবং তাঁর সততার আমরা প্রশংসা করি। রাজনীতিতে এখন খুবই লোকই সত্ রয়েছেন।
একইসঙ্গে সোনাক্ষী জানিয়েছেন রাজনীতিতে তাঁর আগ্রহ নেই। তিনি বলিউডে তাঁর কেরিয়ার নিয়ে সন্তুষ্ট। বলিউড অভিনেত্রী বলেছেন, বাবা রাজনীতিক বলে তাঁকেও রাজনীতিতে যোগ দিতে হবে, এমন কথার কোনও মানে নেই।
সোনাক্ষী জানিয়েছেন, তাঁর বাবা বলিউডে তাঁর কাজ নিয়ে সন্তুষ্ট। বাবা তাঁর সবচেয়ে বড় প্রশংসক। সোনাক্ষী তাঁর কাজের ব্যাপারে সুযোগ পেলেই বাবা শত্রুঘ্নর সঙ্গে আলোচনা করেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
খবর
জেলার
Advertisement