এক্সপ্লোর
Advertisement
ঈদ বৃহস্পতিবার, প্রভাব পড়বে 'সুলতান'-এ?
মুম্বই: ঈদের দিন দর্শকদের ‘সুলতান’ উপহার দিতে চেয়েছিলেন পরিচালক। সেই মতো 'সুলতান'-এর রিলিজ ডেট ঠিকও হয়ে গিয়েছিল ৬ জুলাই। কিন্তু ৭ জুলাই অর্থাত বৃহস্পতিবার পালিত হবে ঈদ। ঈদের আগের দিন মুক্তি পেলে 'ওপেনিং ডে'-তে এর ভালো প্রভাব পড়বে না বলে মনে করছে টিম 'সুলতান'। মুক্তির দিন সেক্ষেত্রে আশানুরূপ সাড়া না-ও মিলতে পারে।
গেইটি গ্যালাক্সি এবং মারাঠা মন্দির সিনেমার এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ দেশাই জানিয়েছেন, ঈদ একদিন পরে হওয়ায় এর প্রভাব 'সুলতান'-এর ওপর অবশ্যই পড়বে। যদিও অগ্রিম বুকিং যথেষ্ট হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আলি আব্বাস জাফর পরিচালিত, আদিত্য চোপড়া প্রযোজিত এই ছবিতে কুস্তিগীরের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান।
ছবির ডিস্ট্রিবিউটর রাজেশ ঠান্ডানি জানিয়েছেন, প্রথম দিনে 'সুলতান' ৪০ কোটির ব্যবসা করে রেকর্ড গড়বে বলে আশা করছিলেন তাঁরা। কিন্তু ঈদ ৭ তারিখে হওয়ায় এতটা আশা রাখতে পারছেন না তাঁরা। ৪০ কোটির অঙ্কটা নেমে ৩০ কোটি হতে পারে বলে মনে করছেন তিনি।
তবে খানিকটা আশাবাদী ডিস্ট্রিবিউটর সঞ্জয় ঘাই। তাঁর মতে সলমনের ফিল্ম যে দিনই মুক্তি পাক না কেন, ভালোই ব্যবসা করবে। তবে, তিনিও মনে করেন, কিছুটা প্রভাব অবশ্যই পড়বে। মুক্তির দিন বুধবার ঠিক না করে তা শুক্রবার করার আইডিয়াটা বেশি ভালো হত বলে মনে করেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement