(Source: ECI/ABP News/ABP Majha)
The Elephant Whisperers: অস্কারের মঞ্চে সেরা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স', অনলাইনে কোথায় দেখবেন এই ছবি?
95th Academy Awards: মাদুমালাই ন্যাশনাল পার্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' আদতে এক অনাথ হাতি শাবকের গল্প। যার নাম রঘু। সে থাকে স্থানীয় দম্পতি বোম্মান ও বেল্লির তত্ত্বাবধানে।
নয়াদিল্লি: অবসান ঘটল চলচ্চিত্র দুনিয়ার অন্যতম বৃহৎ পুরস্কার বিতরণী অনুষ্ঠান (Awards Ceremony) 'অস্কার ২০২৩'-এর (Oscars 2023)। এবার ভারতে এসেছে জোড়া অস্কার। প্রথমেই দেশের মাটিতে অস্কার এনেছে 'সেরা ডক্যুমেন্টারি শর্ট ফিল্ম' (Best Documentary Short Film) বিভাগে 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। ভারতীয় এই তথ্যচিত্র প্রকৃতির সঙ্গে মানুষ ও প্রাণীর সম্পর্ককে প্রতিষ্ঠা করেছে এত সুন্দরভাবে যে তা ইতিমধ্যেই সকলের মন জয় করেছে। এখনও যদি এই ছবি না দেখে থাকেন, তাহলে দেরি করবেন না। কোথায় কীভাবে দেখবেন? রইল তথ্য।
অনলাইনে কোথায় দেখবেন 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'?
দুই মহিলার হাত ধরে প্রথম অস্কার ভারতে এল এবার। কার্তিকি গঞ্জালভেস (Kartiki Gonsalves) পরিচালিত, গুণীত মোঙ্গা (Guneet Monga) প্রযোজিত ছবিটি এই বিভাগে ভারতে প্রথম অস্কার এনে ইতিহাস গড়েছে আজ। অস্কারের 'বেস্ট ডকুমেন্টারি শর্ট' বিভাগে এর আগে ১৯৬৯ সালে মনোনীত হয়েছিল 'দ্য হাউজ দ্যাট আনন্দ বিল্ট' (The House That Ananda Built) ও ১৯৭৯ সালে মনোনীত হয়েছিল 'অ্যান এনকাউন্টার উইথ ফেসেস' (An Encounter With Faces)। এরপর 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' হচ্ছে এই বিভাগে ভারত থেকে মনোনীত তৃতীয় ছবি।
এই ছবিটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ (Netflix) দেখতে পাবেন। ৮ ডিসেম্বর ২০২২ সালে নেটফ্লিক্সেই মুক্তি পায় ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ছাড়াও এই ছবি নিউ ইয়র্কের বার্ষিক ডক্যুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল 'ডক এনওয়াইসি'তে শর্টলিস্টেড হয়েছিল। 'মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর 'হলিউড মিউজিক'-এ এই ছবির আবহ মনোনীত হয়েছিল। এছাড়া 'আইডিএ ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস'-এ 'বেস্ট শর্ট ডকুমেন্টারি' বিভাগে মনোনয়ন পায় এই ছবি।
মাদুমালাই ন্যাশনাল পার্কের প্রেক্ষাপটে তৈরি এই ছবি 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' আদতে এক অনাথ হাতি শাবকের গল্প। যার নাম রঘু। সে থাকে স্থানীয় দম্পতি বোম্মান ও বেল্লির তত্ত্বাবধানে। এই ছবির মাধ্যমে কেবল পোষ্যের সঙ্গে মনিব জুটির সম্পর্ক নজর কাড়বে তাইই নয়, সেই সঙ্গে এই ছবি উদযাপন করে প্রকৃতিকে, তার সৌন্দর্য্যকে। এই ছবির হাত ধরেই পরিচালনায় আত্মপ্রকাশ করলেন কার্তিকি। ছবির গল্প লিখেছেন প্রিসিলা গঞ্জালভেস। সহ প্রযোজনা করেছেন কার্তিকি স্বয়ং, সঙ্গী গুণীত মোঙ্গা।