(Source: ECI/ABP News/ABP Majha)
Oscars 2022: অস্কার মনোনয়নের তালিকায় কি জায়গা পেল 'জয় ভীম'?
অবশেষে আজ অ্যাকাডেমি পুরস্কারের কর্তৃপক্ষের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, তাতে পরিস্কার হয়ে গিয়েছে এই ছবি অস্কার পাওয়ার জন্য মনোনয়ন পেল কিনা।
নয়াদিল্লি: ২০২১-এর একেবারে শেষে মুক্তি পাওয়া 'পুষ্পা- দ্য রাইজ পার্ট ওয়ান' নিয়েই চারিদিকে এখন আলোচনা। কিন্তু ভুলে গেলে চলবে না 'পুষ্পা দ্য রাইজ' ছবির আগে সবথেকে বেশি আলোচনা হয় যে ছবিকে কেন্দ্র করে, সেটি দক্ষিণী তারকা সূর্যর 'জয় ভীম' (Jai Bhim)। সমাজের নানা স্তরে আলোচনা হচ্ছিল এই ছবিকে কেন্দ্র করে। বিশেষ করে ছবিটি যখন বাস্তব ঘটনা অবলম্বনে। স্বাভাবিকভাবেই দক্ষিণের আর এক সুপারস্টার সূর্যর (Surya) অনুরাগীদের মনে আশা জাগছিল যে, এবার ভারত থেকে অস্কার (Oscars 2022) পুরস্কারের মনোনয়ন পেতে চলেছে 'জয় ভীম'। অবশেষে আজ অ্যাকাডেমি পুরস্কারের কর্তৃপক্ষের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, তাতে পরিস্কার হয়ে গিয়েছে এই ছবি অস্কার পাওয়ার জন্য মনোনয়ন পেল কিনা।
আরও পড়ুন - Kapil Sharma on Twitter: অক্ষয় কুমারের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে? অবশেষে মুখ খুললেন কপিল শর্মা
অ্যাকাডেমি পুরস্কার কর্তৃপক্ষের টুইটার হ্যান্ডলে এদিন যে সেরা ১০টি ছবি মনোনয়ন যারা পেয়েছে সেই তালিকা প্রকাশ করা হয়। সেখানে জায়গা পায়নি 'জয় ভীম'। এর আগে শোনা গিয়েছিল, ৯৪ তম অ্যাকাডেমি পুরস্কারে নিজের জায়গা প্রতিষ্ঠিত করে ফেলেছে 'জয় ভীম'। কিন্তু অস্কার মনোনয়নের তালিকায় এই ছবি জায়গা না পাওয়ায় কার্যত হতাশ অনুরাগীরা। এদিন ২৩টি বিভাগের মনোনয়ন প্রাপকদের নাম ঘোষণা করেন অভিনেতা ট্রেসি এলিস রস এবং লেসলি জর্ডন।
যে ১০টি ছবি সেরা ছবির তালিকায় মনোনীত হয়েছে, সেগুলি হল- বেলফাস্ট, কিং রিচার্ড কোডা, ডোন্ট লুক আপ, লিকোরাইজ পিজ্জা, নাইটমেয়ার অ্যালে, ড্রাইভ মাই কার, দ্য পাওয়ার অফ দ্য ডগ, ডুন অ্যান্ড ওয়েস্ট সাইড স্টোরি। এই ছবির তালিকায় 'জয় ভীম' না থাকায় হতাশ নেট নাগরিকরা। তাঁরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ক্ষুব্ধতা প্রকাশ করেছেন। কোনও নেট নাগরিক লিখেছেন, 'এই তালিকায় 'জয় ভীম'-এর মনোনয়ন পাওয়া উচিত ছিল।' এই লিখে হৃদয় ভাঙার ইমোজি দিয়েছেন। বেশিরভাগ নেট নাগরিকই হৃদয় ভাঙার ইমোজি দিয়ে হতাশা প্রকাশ করেছেন।