(Source: ECI/ABP News/ABP Majha)
Oscars 2022: অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে উইল স্মিথের কষিয়ে থাপ্পড় মারার পিছনের গল্প কী?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালনা করাকালীন নানা ধরনের মজার কথা বলছিলেন ক্রিস রক। সেই সময় আচমকা তিনি বসে বসেন, 'আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।'
নিউ ইয়র্ক: সোমবার অস্কারের (Oscar 2022) মঞ্চ দেখল অন্য এক হলিউড তারকা উইল স্মিথকে (Will Smith)। আর কিছুক্ষণ পরই যাঁর হাতে উঠবে সেরা অভিনেতার পুরস্কার। তার আগেই কিনা সঞ্চালককে চড় মেরে বসলেন অভিনেতা। উইল স্মিথের এমন কাণ্ড দেখে স্তব্ধ গোটা দুনিয়া। কিন্তু কেন? কী হয়েছিল? কেন সঞ্চালক ক্রিস রককে চড় মারলেন উইল স্মিথ? কী বলেছিলেন ক্রিস রক?
৯৪তম অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সামনের সারিতে সস্ত্রীক বসেছিলেন অভিনেতা উইল স্মিথ। অনুষ্ঠানে সঞ্চালনা করছিলেন কৌতুক অভিনেতা ক্রিস রক। সঞ্চালনা করতে করতে অভিনেতার স্ত্রীকে নিয়ে রসিকতা করেন তিনি। স্ত্রীকে নিয়ে রসিকতার শাস্তি হিসেবে সোজা হেঁটে মঞ্চে উঠে যান উইল স্মিথ। আর মঞ্চে উঠে কোনও বাক্য ব্যয় না করে সপাটে সঞ্চালকের গালে থাপ্পড় কষিয়ে দিলেন উইল স্মিথ।
কী বলেছিলেন ক্রিস রক?
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্চালনা করাকালীন নানা ধরনের মজার কথা বলছিলেন ক্রিস রক। সেই সময় আচমকা তিনি বসে বসেন, 'আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি।' সঞ্চালকের মুখ থেকে এমন কথা শোনা মাত্র মুখভঙ্গী বদলে যায় উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের। বোঝা যায়, সামনের সারিতে সবুজ গাউন পরা জাডা পিঙ্কেট এই কথায় অসন্তুষ্ট হয়েছেন। স্ত্রী অসন্তুষ্ট হওয়ায় নিজের আসন ছেড়ে এগিয়ে গিয়ে সপাটে সঞ্চালকের গালে চড় কষিয়ে দেন উইল স্মিথ। এখানেই শেষ নয়। ক্রিস রককে চড় মারার পর নিজের আসনে ফিরে এসে বারবার চিৎকার করে বলতে থাকেন, 'তোমার নোংরা মুখ থেকে আমার স্ত্রীকে দূরে রাখ।' সঞ্চালক যতবার বোঝাতে চান, তিনি মজা করে বলেছেন, তাতেও থামানো যায়নি উইল স্মিথকে। তিনি হুঙ্কার দিতে থাকেন বারবার। তবে শুধুই কি স্ত্রীকে নিয়ে রসিকতা করার শাস্তি হিসেবে এমন কাণ্ড ঘটালেন উইল স্মিথ? নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?
আরও পড়ুন - Preity Zinta: প্রথমবার যমজ সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন প্রীতি জিন্টা
কেন এমন প্রতিক্রিয়া দিলেন উইল স্মিথ?
জানা যায়, হলিউড তারকা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট অ্যালোপেসিয়া নামে একটি রোগে আক্রান্ত দীর্ঘদিন। এই রোগের শিকার হলে মাথার চুল পড়ে যায়। আর 'জি আই জেন'-এ মুখ্য চরিত্রে অভিনীত নায়িকার মাথায় চুল কম থাকার কারণে নানা চর্চাও হয়েছিল। স্ত্রীর অসুস্থতা নিয়ে রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ। আর তাতেই মেজাজ হারান তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালে জানা যায়, অ্য়ালোপেসিয়া রোগে আক্রান্ত হন জাডা পিঙ্কেট। অসুস্থতার কারণেই তাঁর মাথার চুল কম। এদিন অস্কারের মঞ্চে সঞ্চালকের চটুল রসিকতা মেনে নিতে পারেননি উইল স্মিথ।