OTT Bengali Web Series: বাংলা ওয়েব সিরিজ ভালবাসেন? ওটিটি প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নতুন গল্প
Bengali Web Series: ওয়েব সিরিজ এক্কেবারে নতুন, আবার কোনও কোনও ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে। বাড়িতে বসে যদি ওটিটিতে বাংলা সিরিজ দেখার নেশা থাকে, তাহলে তালিকায় থাকুক এই সিরিজগুলি।
![OTT Bengali Web Series: বাংলা ওয়েব সিরিজ ভালবাসেন? ওটিটি প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নতুন গল্প OTT Bengali Web Series: Abar Proloy To Roktokorobi: 6 Upcoming Bengali Web Series To Put In Your Watchlist, Know the full list OTT Bengali Web Series: বাংলা ওয়েব সিরিজ ভালবাসেন? ওটিটি প্ল্যাটফর্মে আসছে একগুচ্ছ নতুন গল্প](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/0a62aef2ee053fa7bf18d0c6f7cda038167353786827149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজ। ক্রাইম থ্রিলার থেকে শুরু করে বিভিন্ন স্বাদের গল্প থাকছে এই তালিকায়। কিন্তু ওয়েব সিরিজ এক্কেবারে নতুন, আবার কোনও কোনও ওয়েব সিরিজের দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে। বাড়িতে বসে যদি ওটিটিতে বাংলা সিরিজ দেখার নেশা থাকে, তাহলে তালিকায় থাকুক এই সিরিজগুলি।
ইন্দু ২
'হইচই'-এর এই ওয়েব সিরিজ প্রথম সিজনেই বেশ জনপ্রিয় হয়েছিল। মুখ্য চরিত্রে ছিলেন ইশা সাহা। একটি বিয়ে ঘিরে ওয়েব সিরিজের গল্প এবং সেখানে ঘটে যাওয়া বিভিন্ন রহস্যজনক ঘটনা উৎসাহ বাড়িয়েছিল দর্শকদের। নতুন শ্বশুরবাড়িতে রহস্য সমাধান করতে পারবে কী ইশার চরিত্র, সেই উত্তর মিলবে দ্বিতীয় সিরিজে। ২০ জানুয়ারি মুক্তি পাবে এই সিরিজের দ্বিতীয় ভাগ।
ইন্দুবালা ভাতের হোটেল
এই সিরিজের প্রথম লুক প্রকাশ্যে আসতেই তা নজর কেড়েছিল নেটিজেনদের। এই সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পরিচালক দেবালয় ভট্টাচার্য্যের হাত ধরে এই সিরিজ দিয়েই ওটিটিতে পা রাখছেন নায়িকা। কল্লোল লাহিড়ীর উপন্য়াসকে ভিত্তি করেই তৈরি হয়েছে এই সিরিজ। হইচই এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ
আবার প্রলয়
২০১৩ সালে মুক্তি পাওয়া প্রলয় এখনও দর্শকদের মধ্যে জনপ্রিয়। সেই সিনেমার পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। আর এবার ওটিটিতে পা রাখছেন রাজ, সেই প্রলয়-এর হাত ধরেই। শাশ্বত চট্টোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মাল্য, কৌশানী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত সহ একাধিক তারকাদের দেখা যাবে এই সিরিজে। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
রক্তকরবী
নাহ, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে ভিত্তি করে নয়, এই সিরিজের গল্প থ্রিলার ঘরানার। প্রথমবার জুটি বাঁধছেন বিক্রম চট্টোপাধ্যায় ও রাইমা সেন। পরিবারের মধ্যে লুকিয়ে থাকা এক রহস্যকে নিয়েই এগিয়ে যাবে সিরিজের গল্প। রাইমার লুক মনে করিয়ে দেবে তাঁর পুরনো ওয়েব সিরিজ 'হ্যালো'-র কথা। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই সিরিজ।
মন্টু পাইলট ৩
ইতিমধ্যেই মন্টু পাইলট হিসেবে নিজের পরিচিতি তৈরি করে ফেলেছেন অভিনেতা সৌরভ দাস। দেবালয় ভট্টাচার্য্যের পরিচালনায় হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে এই ওয়েব সিরিজের নতুন সিজন। এবার এই সিরিজে দেখা যাবে রাফিয়াত রাশিদ মিথিলাকে। তাঁদের রসায়ন দেখতে গেলে চোখ রাখতে হবে ওয়েব প্ল্যাটফর্মে।
ফেলুদার গোয়েন্দাগিরি ২
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজের মুখ্যভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী। প্রথম সিজনে দার্জিলিং জমজমাট-কে পর্দায় নিয়ে এসেছিলেন সৃজিত। পরের সিজনে সত্যজিৎ রায়ের লেখা ভূস্বর্গ ভয়ঙ্করকে ওটিটিতে নিয়ে আসবেন পরিচালক। হইচই-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)