এক্সপ্লোর
২০০ কোটির ক্লাবে প্রবেশ করল ‘পদ্মাবত’

মুম্বই: মুক্তি পাওয়ার ১১ দিনের মাথায় ২০০ কোটির ক্লাবে প্রবেশ করল সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’। শেষদিনই ২০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। এখনও পর্যন্ত ‘পদ্মাবত’-এর মোট আয় হয়েছে ২১২.৫ কোটি টাকা। ছবি ঘিরে বিভিন্ন হিংসাত্মক বিক্ষোভ প্রদর্শনের জন্য ছবিটি চার রাজ্যে মুক্তি পায়নি। এর প্রভাবও পড়েছে ছবির ব্যবসায়। তা সত্ত্বেও দর্শকরা ছবিটি পছন্দ করেছেন। দেশের পাশাপাশি বিদেশেও ভাল ব্যবসা করেছে ‘পদ্মাবত’। https://twitter.com/taran_adarsh/status/960439692515856384 এখনও পর্যন্ত, দিপীকা পাড়ুকোন ও রণবীর সিংহ ও শাহীদ কপূরের জীবনের সবচেয়ে সফল ছবি প্রমাণিত হল ‘পদ্মাবত’। বিশেষজ্ঞদের মতে, এই ছবি আগামী দিনে আরও অনেক রেকর্ড ভাঙবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















