এক্সপ্লোর
রাজস্থানে করমুক্ত করা হল প্যাডম্যানকে

জয়পুর: ঋতুচক্রের ব্যাপারে সচেতনতা বাড়ানো ছবি প্যাডম্যানকে করমুক্ত ঘোষণা করল রাজস্থান সরকার। মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া এ কথা জানিয়েছেন। রাজে বলেছেন, তিনি চান, যত বেশি সম্ভব মহিলা দেখুন এই ছবিটি। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। রাজস্থানের গ্রামীণ এলাকার স্কুল কলেজগুলিতে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বক্স অফিসে রমরমিয়ে চলছে অক্ষয় কুমারের প্যাডম্যান। তিনি ছাড়াও এতে রয়েছেন রাধিকা আপ্তে ও সোনম কপূর। সস্তায় স্যানিটারি প্যাড তৈরি করে গ্রামীণ মহিলাদের জীবনে বিপ্লব আনা অরুণাচলম মুরুগানাথমের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে ছবির গল্প।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















