Sonu Nigam: এবার কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হলেন গায়ক সোনু নিগম। পহেলগাঁও হামলার পর বেঙ্গালুরুর একটি প্রযুক্তি কলেজে শো করতে গিয়েছিলেন গায়ক। সেখানেই কাশ্মীরের জঙ্গি হামলা প্রসঙ্গে 'বেঁফাস' মন্তব্য করেন সোনু নিগম। এরপরই তাঁর বিরুদ্ধে বেঙ্গালুরু গ্রামীণ জেলার আভালাহাল্লী থানায় এফআইআর দায়ের হয়। সেই এফআইআর যেন বাতিল করা হয় তাই জন্যই কর্নাটক হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন গায়ক। প্রসঙ্গত উল্লেখ্য, ওই এফআইআর- এ অভিযোগ ছিল সোনু নিগম কন্নড় ভাষাভাষীদের আবেগে আঘাত হেনেছেন। মিউজিক কনসার্ট চলাকালীন 'আপত্তিকর মন্তব্য' করেছেন। আভালাহাল্লী থানার তরফে সোনু নিগমের বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে আগেই। গায়ককে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়ে ডাকাও হয়েছে। শোনা যাচ্ছে, আজ ১৫ মে এই মামলা শুনবে আদালত।
কী নিয়ে বিতর্ক
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে ২৫ জন সাধারণ নিরীহ পর্যটক। আর তাঁদের বাঁচাতে গিয়ে নিহত হন স্থানীয় এক যুবক, যিনি টাট্টু ঘোড়ার চালক। অর্থাৎ মোট ২৬ জনের মৃত্যু হয় এই জঙ্গি হামলায়। ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পর্যটকদের এবং মূলত পুরুষদের নিশানা করেছিল জঙ্গিরা।
এরপর ২৫ এবং ২৬ এপ্রিল বেঙ্গালুরুর কলেজে শো ছিল সোনু নিগমের। সেখানেই পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে 'বেঁফাস' মন্তব্য করেন গায়ক। বেঙ্গালুরুর ভার্গোনগরে ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-তে শো ছিল সোনু নিগমের, ২৫-২৬ এপ্রিল। অভিযোগ সেখানেই সোনু নিগমকে বারংবার কন্নড় গান গাওয়ার কথা বলছিলেন এক তরুণ। এর জেরেই রেগে গিয়ে জবাব দেন গায়ক। সোনু বলেন, 'আমি অনেক ভাষায় গান গেয়েছি, কন্নড় ভাষাতেও। আমি যখন কর্নাটকে আসি অনেক ভালবাসা আর শ্রদ্ধা নিয়ে আসি। আপনারা সবাই আমাকে পরিবারের মতো দেখেন। যখনই অনুরোধ করা হয় আমি কন্নড় গান গাই। এই যুবক যখন জন্মাননি, তার আগে আমি কন্নড় ভাষায় গান গেয়েছি। কিন্তু উনি যেভাবে 'কন্নড়, কন্নড়' বলে চেঁচাচ্ছিলেন সেটা আমার পছন্দ হয়নি। এই ধরনের আচরণের জন্যই পহেলগাঁওয়ের হামলার মতো ঘটনা ঘটে।'
সোনু নিগমের এই মন্তব্য প্রকাশ্যে জানাজানি হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্কের ঝড়। তবে সম্প্রতি একটি খোলা চিঠি তিনি লিখেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লেখেন, 'কারও থেকে অপমান সহ্য করার মতো বাচ্চা ছেলে আমি নয়। আমার বয়স ৫১ বছর। জীবনের দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। সেখানে আমার ছেলের বয়সী একজন আমায় সরাসরি হুমকি দিচ্ছে, তাও আবার হাজার হাজার লোকের সামনে, সেটাও আবার কন্নড় ভাষা নিয়ে যা আমার কাজের ক্ষেত্রে দ্বিতীয় ভাষা এবং সেটাও কনসার্টে মাত্র একটা গান গাওয়ার পরেই। আরও কয়েকজনকে উস্কানি দেওয়ার চেষ্টাও করছিল ও। ওদের নিজেদের লোকেরাই বিব্রত হয়ে পড়ছিল, ওকে চুপ করতে বলছিল। আমি সকলকে খুব বিনয়েরসঙ্গে ভালভাবে বলেছিলাম যে শো সবে শুরু হয়েছে। এটা আমার প্রথম গান। আমি আপনাদের হতাশ করব না। শুধু আমাকে আমার প্ল্যানমাফিক অনুষ্ঠানটা করতে দিন। সব শিল্পীরই একটা পরিকল্পনা তৈরি থাকে। গানের তালিকা থাকে, যাতে মিউজিশিয়ান, টেকনিশিয়ান সকলে একত্রিত হতে পারেন। কিন্তু ওরা গন্ডগোল করছিল, ক্রমাগত ভয় দেখাচ্ছিল আমায়। বলুন তো ভুলটা কার?'