Actress Death: ২ সপ্তাহ ফ্ল্যাটের ভিতর পড়ে পচছে দেহ, দরজা ভেঙে রহস্যজনকভাবে মৃত অভিনেত্রীকে বের করল পুলিশ
Actress Mystery Death: জানা যাচ্ছে, পুলিশ ওই অ্যাপার্টমেন্টে পৌঁছে বারে বারে দরজা ধাক্কা দেয় । অনেকক্ষণ ডাকার পরে, ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভাঙে পুলিশ

কলকাতা: আরও এক অভিনেত্রীর রহস্যমৃত্যু । মাত্র ৩২ বছর বয়সে! পাকিস্তানি অভিনেত্রী হুমাইরা আজগর (Humaira Asghar)-এর দেহ উদ্ধার করা হল বন্ধ অ্যাপার্টমেন্ট থেকে । করাচির ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার ফেজ় ৬-এর একটি আবাসনের দরজা ভেঙে অভিনেত্রীর দেহ উদ্ধার করেছে পুলিশ এমনটাই জানা গিয়েছে । পুলিশ মনে করছে, অভিনেত্রীর গতকালই মৃত্যু হয়নি, হয়েছে কয়েকদিন আগেই । কারণ মৃতদেহটি পচে যাচ্ছিল । ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রাজা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খবর পেয়ে দুপুর ৩টে নাগাদ করাচির ওই অ্যাপার্টমেন্টে পৌঁছয় পুলিশ । এরপরেই দরজা ভেঙে মৃতদেহ বের করা হয় ।
জানা যাচ্ছে, পুলিশ ওই অ্যাপার্টমেন্টে পৌঁছে বারে বারে দরজা ধাক্কা দেয় । অনেকক্ষণ ডাকার পরে, ভিতর থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভাঙে পুলিশ । আর দরজা ভাঙার পরেই হুমাইরা আজগরের মৃতদেহ দেখতে পায় । পুলিশ সন্দেহ করছে, অন্তত ২ সপ্তাহ আগে অভিনেত্রী মারা গিয়েছেন । ডিআইজি রাজা আরও জানিয়েছেন, মৃতদেহটি বেশ পুরনো বলেই মনে হচ্ছে । আজগরের বয়স ৩০ থএকে ৩৫-এর মধ্যে, এমনটাই মনে করছে পুলিশ । গত ৭ মাস যাবৎ এই অ্যাপার্টমেন্টটি নিয়ে একাই থাকছিলেন আজগর । কিছুদিন ধরেই প্রতিবেশীরা আজগরকে বাইরে দেখতে পাচ্ছিলেন না । তিনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন না । বাড়ির মধ্যেও কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না । এতেই প্রতিবেশীদের চিন্তা হয় । এর কিছুদিন পর থেকেই আজগরের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরতে শুরু করে । তখন পুলিশে খবর দেন স্থানীয়রা । পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে । এখনও পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়েছে । পুলিশের তরফ থেকে আবেদন জানানো হয়েছে, যতদিন না এই মৃত্যু নিয়ে কোনও সঠিক খবর জানানো হচ্ছে, ততদিন যেন স্থানীয়রা কোনও রকম মনগড়া গল্প না শোনান ।
জানা যাচ্ছে, দেহের ময়নাতদন্ত ও আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । চিকিৎসকেরা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন । তবে চিকিৎসকদের মতে, দেহটি এতটাই পুরনো এবং এতটাই পচে গিয়েছে যে পরীক্ষা করে মৃত্যুর সঠিক কারণ বলা খুব কঠিন হয়ে পড়ছে । আরও কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন ।






















