Smriti Mandhana Marriage: হবু শ্বশুর হাসপাতালে ভর্তি হতেই ৪ ঘণ্টা কান্নাকাটি করে অসুস্থ! বিয়ে ভাঙার গুঞ্জনের মধ্যেই কী জানালেন পলাশের মা?
Palash Muchhal and Smriti Mandhana Marriage: প্রাথমিকভাবে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতি মান্দানার বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

কলকাতা: যে ২২ গজে লড়াই করে বিশ্বকাপ এনেছিলেন, সেই ২২ গজেই প্রেমের প্রস্তাব। স্বপ্নের মতোই চিত্রনাট্য, সোশ্যাল মিডিয়ায় মিলিয়ান ভিউজ.. ভাইরাল। খেলার দুনিয়া থেকে শুরু করে বিনোদন দুনিয়া.. স্মৃতি মান্দানা (Smriti Mandhana) আর পলাশ মুচ্ছল (Palash Mucchal)-এর বিয়ে নিয়ে আবেগে ভাসছিলেন অনুরাগীরা। কেমন হবে স্মৃতির বিয়ের সাজ, কেমন লাগবে পাশাপাশি পলাশ আর স্মৃতিকে.. সেই অপেক্ষাতেই ছিলেন তবেই। কিন্তু বিয়ের ঠিক আগেই ছন্দপতন।
প্রাথমিকভাবে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন স্মৃতি মান্দানার বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেই কারণেই নাকি বিয়ে স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে প্রকাশ্যে আসে বিভিন্ন তথ্য। জানা যায়, স্মৃতিরই এক বান্ধবীর সঙ্গে নাকি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে পলাশের। প্রকাশ্যে চলে আসে পলাশের সঙ্গে ওই মহিলার চ্যাট। শোনা যাচ্ছে, স্মৃতি নাকি তাঁরই বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখে ফেলেন পলাশকে। তারপরেই নাকি বিয়ে ভাঙার সিদ্ধান্ত!
বিভিন্ন মহলে, পলাশ আর স্মৃতির বিয়ে নিয়ে বিভিন্ন কথা ছড়িয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন পলাশের মা। তিনি জানিয়েছেন, পলাশ নাকি স্মৃতি মান্দানার বাবার ভীষণ ঘনিষ্ঠ ছিলেন। স্মৃতি মান্দানার বাবা অসুস্থ হয়ে পড়ার পরে ভীষণ ভেঙে পড়েছিলেন পলাশ। হলদির পরে পলাশের পরিবার নাকি আর বাইরে যেতে দেয়নি পলাশকে। ৪ ঘণ্টা ধরে কান্নাকাটি করার পরে, অসুস্থ হয়ে পড়েন পলাশ। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। ড্রিপ দেওয়া হয় তাঁকে। পলাশ মুচ্ছলের মা আরও জানিয়েছেন, স্মৃতি মান্দানার বাবা হাসপাতালে ভর্তি হওয়ায় ভীষণ ভেঙে পড়েন পলাশ। তিনিই নাকি স্মৃতিকে বলেছিলেন যে, স্মৃতির বাবা সুস্থ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান স্থগিত রাখা উচিত। সেই কথাই মানা হয়।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, পলাশ মুচ্ছল আর স্মৃতির বান্ধবীর একটি চ্যাট। কী রয়েছে ভাইরাল হওয়া স্ক্রিনশটে? পলাশ এক মহিলাকে একটি অভিজাত হোটেলে একসঙ্গে সাঁতার কাটার প্রস্তাব দেন। তাতে ওই মহিলা জানতে চান, স্মৃতির সঙ্গে তিনি প্রেম করছেন কি না? লোকে দেখলে কী বলবে, তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। পলাশ জবাব দেন, 'প্রেম করছি বলে কি তোমার সঙ্গে সাঁতার কাটতে পারি না!' এ-ও জানান যে, দূরত্বের জন্য স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্কও এখন আর আগের মতো নেই। একটা সময় স্মৃতির বিভিন্ন ক্রিকেটীয় সফরে তিনি সঙ্গে যেতেন কিন্তু এখন আর সেটাও সেভাবে হয় না বলে চ্যাটে ওই মহিলাকে জানান পলাশ।























