Panchayat's Aasif Khan: হৃদরোগে আক্রান্ত ‘পঞ্চায়েত’, ‘পাতাল লোক’ খ্যাত অভিনেতা, বয়স মাত্র ৩৪ বছর
Aasif Khan Heart Attack: অভিনেতা হাসপাতালে ভর্তি জেনে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর সুস্থতা কামনা করেছেন সতীর্থরাও।

মুম্বই: হৃদরোগে আক্রান্ত 'পঞ্চায়েত', 'পাতাল লোক' খ্যাত অভিনেতা আসিফ খান। দু'দিন আগেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন সকলকে। জীবনের এই সন্ধি ক্ষণে দাঁড়িয়ে নিজের অনুভূতিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। অভিনেতা হাসপাতালে ভর্তি জেনে উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর সুস্থতা কামনা করেছেন সতীর্থরাও। (Panchayat's Aasif Khan)
আসিফের বয়স মাত্র ৩৪ বছর। 'পঞ্চায়েত', 'পাতাল লোক', 'মির্জাপুর'-এর মতো জনপ্রিয় ওয়েবসিরিজে অভিনয় করেছেন। দু'দিন আগে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন আসিফ। হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন বিশদ পোস্টে। (Aasif Khan Heart Attack)
ইনস্টাগ্রামে আসিফ লিখেছেন, 'গত ৩৬ ঘণ্টায় যা দেখলাম, তাতে বুঝলাম, জীবন খুব ছোট। একটি দিনও নষ্ট করবেন না। যে কোনও মুহূর্তে সব পাল্টে যেতে পারে। যা পেয়েছেন জীবনে, যতদূর আসতে পেরেছেন, কৃতজ্ঞ থাকুন। জীবনে কে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করুন। তাঁদের প্রতি যত্নশীল হোন। জীবন একটি উপহার, আমরা ধন্য'।

সংবাদমাধ্যমে আসিফ বলেন, "গত কয়ের ঘণ্টায় এমন সমস্যা হয়েছে যে হাসপাতালে ভর্তি করতে হয় আমাকে। আশার খবর, এখন সুস্থ হয়ে ওঠার পথে আমি, আগের থেকে ভাল লাগছে। এত মানুষের ভালবাসা, উদ্বেগ, শুভেচ্ছায় ধন্য আমি। আপনাদের ভালবাসা আমার কাছে সব। শীঘ্রই ফিরে আসব আমি। তত ক্ষণ পর্যন্ত বলব, আমার কথা যে ভাবছেন, তার জন্য ধন্যবাদ।"
'পঞ্চায়েত' ওয়েব সিরিজে 'গণেশে' চরিত্রে নজর কাড়েন আসিফ। ওই সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যায় জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তকে। নজর কাড়েন চন্দ্র রায়, ফয়জল মালিক, সানভিকা, দুর্গেশ কুমার, অশোক পাঠক, সুমীতা রাজওয়ার, পঙ্কজ ঝায়ের মতো অভিনেতাও। 'পাতাল লোক'-এর প্রথম সিজনে 'কবীর এম' চরিত্রে দেখা গিয়েছিল আসিফ। সিরিজে জয়দীপ আলাওয়াত, গুল পনাগ, স্বস্তিরা মুখোপাধ্যায়, নীরজ কবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন তিনি।
একাধিক ছবিতেও অভিনয় করেছেন আসিফষ ২০১১ সালে 'রেডি' ছবিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন। ২০১২ সালে 'অগ্নিপথ' ছবিতেও জুনিয়র আর্টিস্ট ছিলেন। ২০১৭ সালে 'টয়লেট: এক প্রেম কথা', ২০২১ সালে 'পগলেট', ২০২৪ সালে 'কাকুড়া' ছবিতে অভিনয় করেন আসিফ। শেষ বার 'দ্য ভূতনি' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে।






















