Panchayat Season 4: মুক্তি পাবে 'পঞ্চায়েত ৪', কিন্তু কবে? সেই সিদ্ধান্ত নেবেন আপনারা! কেবল করতে হবে এই কাজটি
Panchayat 4 News: 'পঞ্চায়েত ৪'-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২ জুলাই। তবে আজ নির্মাতারা ঘোষণা করেছেন, যদি দর্শক ভোট দেন, তাহলে নির্ধারিত সময়ের আগেই স্ট্রিমিং হবে পঞ্চায়েত

কলকাতা: 'পঞ্চায়েত' শুধুমাত্র প্রাইম ভিডিও নয়, অন্যান্য ওয়ের সিরিজগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সিরিজ। এই ওয়েব সিরিজের তিনটি সিজন এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে। এর প্রত্যেকটাই অনুরাগীদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পেয়েছে। এরপরে 'পঞ্চায়েত'-এর চতুর্থ সিজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই। সবাই জানতেন, এই সিরিজ ২ জুলাই মুক্তি পাওয়ার কথা। তবে নির্মাতারা এবার একটি চমক নিয়ে এসেছেন। অনুরাগীরা যদি চান, তাহলে এই সিজন মুক্তি পেতে পারে আগেই! তার জন্য অনুরাগীদের করতে হবে একটা ছোট্ট কাজ! কি সেই তাজ?
নির্ধারিত সময়ের আগেই আসছে 'পঞ্চায়েত ৪'?
'পঞ্চায়েত ৪'-এর মুক্তি পাওয়ার কথা ছিল ২ জুলাই। তবে আজ নির্মাতারা ঘোষণা করেছেন, যদি দর্শক ভোট দেন, তাহলে নির্ধারিত সময়ের আগেই স্ট্রিমিং হবে পঞ্চায়েত। এখন 'পঞ্চায়েত'-এ নির্বাচনের আবহ। এই সিজনে দেখা যাবে পঞ্চায়েত ভোট হবে। মঞ্জু দেবী আর ক্রান্তি দেবী এবার লড়বেন ভোটে। মুখোমুখি এই দুই যুযুধান-কে এবার ভোট করতে পারবেন কেবল 'ফুলেরা'-র মানুষেরা নন, দর্শকেরাও! তার জন্য যেতে হবে একটি বিশেষ সাইটে। সেখানে গিয়ে মঞ্জু দেবী আর ক্রান্তি দেবী-কে ভোট করা যাবে। আর এই নির্বাচনেই জয় হবে যে কোনও একজনের। তাতে কিন্তু আখেরে লাভবান হবেন অনুরাগীরা। কি করে?
মঞ্জু দেবী-ক্রান্তি দেবীর দলের অফিসিয়াল থিম সং এল প্রকাশ্যে
ভিডিওটিতে প্রধানজী (রঘুবীর যাদব), রিঙ্কি (সাওনিকা) এবং বিকাশ (চন্দন রায়)-কে দেখা যাচ্ছে। তাঁরা মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর মধ্যে ফুলেরা গ্রামে হতে যাওয়া নির্বাচনের জন্য কৌশল তৈরি করছেন। প্রচার অভিযান যত জোরদার হচ্ছে, রিঙ্কি দলের অফিসিয়াল থিম সং আনার ধারণা দেয়। এর পরে, প্রধানজী, রিঙ্কি এবং বিকাশ গানটিতে নাচতে নাচতে গ্রামের উন্নত রাস্তা থেকে শুরু করে সাইকেলের জন্য এয়ারব্যাগ এবং উন্নত বিদ্যুতের মতো আকর্ষণীয় প্রতিশ্রুতি দিতে দেখা যায়।
অন্যদিকে, ভূষণ (দুর্গেশ কুমার) এবং বিনোদের (অশোক পাঠক) নেতৃত্বে ক্রান্তি দেবীর দলও পিছিয়ে নেই। তাঁরা তাদের নিজস্ব গানের সঙ্গে জবাব দেয়, একই প্রতিশ্রুতি দেয়, তবে আরও ভালভাবে তা পূরণ করার অঙ্গীকার করে। মঞ্জু দেবী এবং ক্রান্তি দেবীর মধ্যে সঙ্গীতের লড়াই যখন শীর্ষে পৌঁছায়, তখনই সচিবজি-র অর্থাৎ জীতেন্দ্র কুমারের প্রবেশ ঘটে এবং তিনি সবাইকে চুপ করিয়ে বলেন, ধরা যাক, ফুলেরা-র জন্য আপনাদের সবার কাছে পরামর্শ আছে, কিন্তু আমাদের 'পঞ্চায়েত' দর্শকদের জন্য আপনারা কী ভেবেছেন?
'পঞ্চায়েত ৪'-এর স্ট্রিমিংয়ের জন্য আপনাকে কি করতে হবে?
এর পরে মঞ্জু দেবী বলেন, দেখুন, আপনি যদি লাউ সমর্থন করেন তবে আমরা ২ জুলাইয়ের আগে পঞ্চায়েত-এর সিজন ৪ নিয়ে আসব। এর পরে ক্রান্তি দেবীও পিছিয়ে থাকেন না এবং তিনি বলেন, আপনি যদি আমাদের সমর্থন করেন তবে আমরা সিজন ৪ এদের থেকেও আগে নিয়ে আসব। ভিডিওটি শেয়ার করার সময় ক্যাপশনে লেখা হয়েছে, “নতুন সিজন আমরা আনব, ভোট আপনারা আনবেন, এখনই ভোট করুন, বায়োতে লিঙ্ক আছে, প্রাইম ভিডিওতে পঞ্চায়েত, নতুন সিজন খুব শীঘ্রই আসছে। ভক্তরা পঞ্চায়েত ভোটিং ডট কম-এ তাদের পছন্দের মুক্তির তারিখের জন্য ভোট করতে পারেন।”
View this post on Instagram
```






















