Parambrata Celebrates Christmas: 'সমাজ যাঁদের ওপর নির্মম', তাঁরাই এবার পরমব্রতর ক্রিসমাসের সঙ্গী
Parambrata Chatterjee: একটি বিশেষ ক্যাফেতে পৌঁছে গিয়েছিলেন পরমব্রত, যেটা চালান HIV পজিটিভ মানুষেরা
কলকাতা: পায়ে পায়ে বছর প্রায় শেষ। শহর কলকাতা ব্যস্ত ক্রিসমাস উদযাপনে। সেই দলে নামম লেখালেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)-ও। তবে একটু অন্যভাবে। কেক মিক্সিং থেকে শুরু করে ক্রিসমাসের সব উদযাপনই হল.. তবে তা খুদেদের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত।
একটি বিশেষ ক্যাফেতে পৌঁছে গিয়েছিলেন পরমব্রত, যেটা চালান HIV পজিটিভ মানুষেরা। তবে কেবল বড়রা নন, সেখানে রয়েছে অনেক খুদেও। পরমব্রত তাঁদের সঙ্গে হাত লাগান কেক মিক্সিংয়ে। এই আয়োজন মন ছুঁয়ে যায় অভিনেতার, তা ফুটে ওঠে লম্বা পোস্টে তাঁর লেখায়।
কলকাতার বুকে একটি ক্যাফে রয়েছে যা চালান HIV পজিটিভ মানুষেরা। পরমব্রত লিখছেন, 'এখানে যে বাচ্চাদের দেখছেন তাঁরা প্রত্যেকে HIV পজিটিভ। সমাজ এদের ওপর বড় নিষ্ঠুর ব্যবহার করেছে। কখনও কখনও ওদের একা রেলস্টেশনে ছেড়ে দিয়েও চলে গিয়েছে। তবে এই শিশুরা তাদের বাড়ি খুঁজে পেয়েছে এই কলকাতাতেই।
'সোনার পাহাড়' ছবি পরিচালনার সময় থেকেই এই ক্যাফে ও মানুষগুলোর সঙ্গে যুক্ত পরমব্রত। আর সোশ্যাল মিডিয়ায় সেই সময় কাটানোর ছবিই শেয়ার করে নিয়েছেন পরমব্রত। সদ্য বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন পরমব্রত। বিয়ের পরে এটাই তাঁর প্রথম ক্রিসমাস। তবে এবার পরমব্রতর ক্রিসমাস কাটছে বেশ অন্যরকমভাবেই। এই ক্যাফেটি ছাড়াও স্কুলে গিয়ে ছোটদের সঙ্গে সময় কাটান পরমব্রত।
সদ্য নতুন জীবনে পা রেখেছেন পরমব্রত। বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পিয়া চক্রবর্তী। আইনি বিয়ে সারার পরের দিনই অসুস্থ হয়ে পড়েছিলেন পিয়া। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সুস্থ হয়েই পরমব্রত ও পিয়া উড়ে গিয়েছিলেন বিদেশে, মধুচন্দ্রিমা কাটাতে। আর তারপরে, ফিরেই ক্রিসমাস। ছবিক কাজ শুরু করার আগে, কলকাতাক একটুকরো ক্রিসমাসে আবহে মেতে উঠলেন পরমব্রত। সঙ্গী, ছোটরা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।