'Jotugriho': 'জতুগৃহ' মুক্তির নতুন তারিখ ঘোষণা, ২৫ অক্টোবর বড়পর্দায় আসছেন পরমব্রত-বনি
'Jotugriho' New Release Date: 'জতুগৃহ' পরিচালনার দায়িত্ব সামলেছেন সপ্তাশ্ব বসু, প্রযোজনা করেছেন রক্তিম চট্টোপাধ্যায়।
কলকাতা: ফের পরিবর্তিত মুক্তির তারিখ। এদিন প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা করা হল 'জতুগৃহ' (Jotugriho) ছবির মুক্তির নতুন তারিখ (New Release Date)। বনি সেনগুপ্ত (Bonny Sengupta), পিয়ালি চট্টোপাধ্যায় (Piyali Chatterjee), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), পায়েল সরকার (Paayel Sarkar), অংশু বাচ প্রমুখ। কবে মুক্তি পাচ্ছে এই ছবি?
'জতুগৃহ' ছবির মুক্তির নতুন তারিখ
শেষ ঘোষণা অনুযায়ী, দিপাবলীতেই মুক্তি পাওয়ার কথা ছিল 'জতুগৃহ' ছবির। তবে সেই তারিখ ঘোষণা করা হয়েছিল ২১ অক্টোবর। কিন্তু ফের বদলে দেওয়া হল সেই তারিখ। সোমবার, ১৭ অক্টোবর, নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়েছে যে 'জতুগৃহ' মুক্তি পাচ্ছে ২৫ অক্টোবর। 'জতুগৃহ' পরিচালনার দায়িত্ব সামলেছেন সপ্তাশ্ব বসু, প্রযোজনা করেছেন রক্তিম চট্টোপাধ্যায়।
View this post on Instagram
ছবির ট্রেলার ইতিমধ্যেই সাড়া ফেলেছে। গা ছমছমে আবহ তৈরি হয়েছে সেখানে। কালিম্পঙের ধোঁয়াশা ঘেরা পাহাড়ি পরিবেশে এক গা ছমছম দৃশ্য উঠে এসেছে ট্রেলারের প্রত্যেক ফ্রেমে। ট্রেলার জুড়ে রয়েছে এক ভূতুড়ে আবহ। ট্রেলারে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছে এক গির্জার ফাদারের চরিত্রে। ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে।
আরও পড়ুন: Drishyam 2 Trailer Out: ৭ বছর পর ফের সমস্যার মুখে অজয়ের পরিবার? প্রকাশ্যে 'দৃশ্যম ২' ট্রেলার
পরিচালকের কথায়, 'বনির চোখ দিয়ে দর্শক পুরো গল্প দেখবেন।' টিম ‘জতুগৃহ’ জানিয়েছে, ছবির পটভূমিকা নিষাদগঞ্জ নামের এক জনপদ। ছবির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত অভিনেতা ও কলাকুশলীরা। নেক্সজেন ভেঞ্চারের ব্যানারে আগামী ২৫ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।