Circuser Ghora Release Date: ৮ জুলাই বড়পর্দায় আসছে পরাণ-লিলির 'সার্কাসের ঘোড়া'
Circuser Ghora Release Date Announced: বড়পর্দায় ফের জুটি বাঁধছেন পরাণ বন্দ্যোপাধ্য়ায় ও লিলি চক্রবর্তী। মুক্তির অপেক্ষায় তাঁদের 'সার্কাসের ঘোড়া'। ঘোষণা করা হল তারিখ।
কলকাতা: খবর মিলেছিল আগেই। বড়পর্দায় ফের জুটি বাঁধতে চলেছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Bandyopadhyay) ও লিলি চক্রবর্তী (Lily Chakraborty)। পরিচালক জুটি রাজেশ দত্ত (Rajesh Dutta) ও ইপ্সিতা রায় (Ipshita Roy) নিয়ে আসছেন 'সার্কাসের ঘোড়া'। একঝাঁক তারকা নিয়ে তৈরি এই ছবির মুখ্য জুটি পরাণ-লিলি। কবে মুক্তি পাচ্ছে ছবিটি?
'সার্কাসের ঘোড়া' মুক্তির তারিখ
কিছুদিন আগে এবিপি লাইভেই প্রথম মুক্তি পেয়েছে ছবির পোস্টার। সেই পোস্টারে সার্কাসের একাধিক অঙ্গের ঝলক ধরা পড়ল। এবার ঘোষণা করা হল ছবি মুক্তির তারিখ। আগামী ৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। সিনেমার মধ্যে দেখা যাবে গোটা একটা সার্কাসকে। ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায়, লিলি চক্রবর্তী ছাড়াও দেখা যাবে ইন্দ্রাণী হালদার,সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, গৌরব চট্টোপাধ্যায়, দীপঙ্কর দে, দেবাশীষ ঘোষ, সুমিত সমাদ্দার, দেবপ্রসাদ হালদার, অনন্যা সেনগুপ্ত সহ অন্যান্যদের।
ছবির গল্প এক ঝলকে
ছবির গল্প প্রাক্তন সেনা অফিসার মানিকবাবু আর তাঁর স্ত্রীকে ঘিরে। তাঁরা কলকাতায় থাকে। পরাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। মানিকবাবুর এক পুত্র সন্তান রয়েছে।ছবিতে মানিকবাবুর চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবিতে যেহেতু সার্কাস তাই ২০১৯-এর শীতে একটি প্রথম সারির সার্কাস সংস্থার সঙ্গে চার দিনের চুক্তি করেছিলেন পরিচালক জুটি। চার দিন ধরে শ্যুট চলেছে সেই তাঁবুতে।
আরও পড়ুন: ABP Exclusive: পরাণ-লিলির 'সার্কাসের ঘোড়া' ছবির প্রথম পোস্টার এবিপি লাইভে এক্সক্লুসিভ
রোজকার কর্মব্যস্ত জীবনে আমাদের কাছের প্রিয় মানুষরা দূরে চলে যায়। সামনাসামনি সাক্ষাতের বদলে সম্পর্কগুলো যেন টিকে থাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করে। গল্পের কেন্দ্রীয় চরিত্র মানিকবাবু আর তাঁর ছেলের সম্পর্কও কিছুটা এমনই। বাড়ি থেকে বহু দূরে থাকা ছেলে আর বৃদ্ধ মানিকবাবুকে জুড়ে রেখেছে সোশ্যাল মিডিয়ায় সুতো। ছেলের পরিবার, সঙ্গী সবকিছুতেই মানিকবাবুর কেবলই শূন্যতা। আর সেই শূন্যতা পূরণেই মানিকবাবুর জীবনে আসে এক নতুন চরিত্র। তাতাই।
মানিকবাবুর নাতির জায়গা তাতাই কি পূরণ করতে পারবে? নাকি গল্পের শেষে রক্তের সম্পর্কই মানিকবাবুর জীবনে প্রাধান্য পাবে? উত্তর মিলবে 'সার্কাসের ঘোড়া' গল্পের ভাঁজে ভাঁজে। থ্রিলার, গোয়েন্দা নয়, নিখাদ সম্পর্ক, পরিবার ও মানসিক টানাপোড়েনের গল্প বলবে এই ছবি।