Paresh Rawal: অপেশাদার? মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে? 'হেরা ফেরি ৩'-র সঙ্গে সম্পর্ক শেষ করে অবশেষে মুখ খুললেন পরেশ রাওয়াল
Hera Pheri 3: শোনা গিয়েছিল, শ্যুটিং শুরু করার পরেও নাকি এই ছবি থেকে সরে গিয়েছেন পরেশ রাওয়াল। সেই কারণে তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা বিয়েছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা।

কলকাতা: 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3)-থেকে পরেশ রাওয়াল (Paresh Rawal) -এর বেরিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পরার পর থেকেই এই ছবি চর্চায়। 'হেরা ফেরি' মানেই তো অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল ও সুনীল শেট্টি (Suneil Shetty)-র জুটি। কিন্তু সেই সিনেমার সিক্যুয়ালে আর অভিনয় করতে দেখা যাবে না পরেশ রাওয়ালকে। এই ছবিটি থেকে পাকাপাকিভাবে বেরিয়ে গিয়েছেন তিনি। এমনকি ফেরত দিয়ে দিয়েছেন চুক্তির টাকাও। শোনা গিয়েছিল, শ্যুটিং শুরু করার পরেও নাকি এই ছবি থেকে সরে গিয়েছেন পরেশ রাওয়াল। সেই কারণে তাঁর বিরুদ্ধে ব্য়বস্থা বিয়েছে অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। এই বিষয়ে পরেশ রাওয়ালের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন পরেশ রাওয়াল। কী জানালেন তিনি?
‘হেরা ফেরি ৩’ নিয়ে পরেশ রাওয়ালের জবাব
পরেশ রাওয়াল আজ রবিবার সকালে নিজের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার আইনজীবী অমিত নাইক আমার ছবি থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে যথাযথ জবাব পাঠিয়ে দিয়েছেন। একবার তাঁরা আমার জবাব পড়ে ফেললে সব বিষয়ই মিটে যাবে।’ উল্লেখ্য, অমিত নাইক একজন বিখ্যাত আইনজীবী। তিনি বহু মামলায় অমিতাভ বচ্চন ও অনিল কাপূরের পক্ষেও আইনি লড়াই করেছেন।
My lawyer, Ameet Naik, has sent an appropriate response regarding my rightful termination and exit. Once they read my response all issues will be laid to rest.
— Paresh Rawal (@SirPareshRawal) May 25, 2025
টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছাড়লেন পরেশ
জানা যাচ্ছে, পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলা করেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। অভিযোগ ছিল, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে যাওয়ার ফলে নাকি বড় ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা সংস্থা। তবে জানা গিয়েছে, পরেশ রাওয়াল, এই ছবি থেকে বেরিয়ে গিয়ে ১৫ শতাংশ সুদ সহ ১১ লাখ টাকা প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। জানা যাচ্ছে, এই ছবিটি করার জন্য নাকি বাজারদরের থেকে ৩ গুণ টাকা বেশি নিয়েছিলেন পরেশ রাওয়াল। তবে তিনি ১১ লাখ টাকা দিয়ে ছবিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তাঁর পাওয়ার কথা ছিল ১৫ লাখ টাকা। বাকি টাকা সুদ সমেত ছবি মুক্তির পরে তাঁকে দেওয়া হবে, এই রকমই চুক্তি হয়েছিল। তবে সেই টাকা পাওয়ার আর কোনও কথাই নেই। কারণ ছবিটি থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল। ছবিটির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ২০২৬ থেকে। অর্থাৎ ছবিটির ২০২৬ -এর শেষের দিকে বা ২০২৭ সালের আগে মুক্তির কোনও সম্ভাবনা ছিল না। হিসেব মতো পরেশ রাওয়ালকে বাকি টাকার জন্য আগামী ২ বছর অপেক্ষা করতে হত। সেটাও তাঁর এই ছবি থেকে বেরিয়ে যাওয়ার কারণ বলে মনে করছেন অনেকে। তবে পরেশ রাওয়াল বেরিয়ে যাওয়ার পরে কীভাবে গল্প সাজানো হয়, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন সবাই।






















