Shastry Virudh Shastry: 'বাংলা সিনেমা-থিয়েটার আমার অনুপ্রেরণা', রাজ্যসভায় 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'-র স্ক্রিনিংয়ে মন্তব্য পরেশের
Paresh Rawal: এদিন, নিজের ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত দেখাল পরেশ রাওয়ালকে, তাঁর গলায় শোনা গেল বাংলা নিয়ে ভূয়সী প্রশংসাও
কলকাতা: এই খবর আগেই দিয়েছিল এবিপি লাইভ (ABP Live), আর আজ রাজ্যসভায় স্ক্রিনিং হয়ে গেল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রথম হিন্দি ছবি 'শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী' (Shastry Virudh Shastry)-র। আজ রাজ্যসভায় হাজির ছিলেন ছবির মুখ্যচরিত্র পরেশ রাওয়াল (Paresh Rawal)। এই প্রথম কোনও বাঙালি পরিচালকের ছবি প্রদর্শিত হল পার্লামেন্টের লাইব্রেরী বিল্ডিংয়ে।
এদিন, নিজের ছবির স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে উচ্ছ্বসিত দেখাল পরেশ রাওয়ালকে, তাঁর গলায় শোনা গেল বাংলা নিয়ে ভূয়সী প্রশংসাও। অভিনেতা এদিন বলেন, 'সবাইকে হোলির শুভকামনা। আমি কেবল এটুকুই বলতে চাই যে আমি শিবুদা আর নন্দিতাদির কাছে কৃতজ্ঞ। এই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য ওঁরা যে আমায় পছন্দ করেছেন, সেই কারণে কৃতজ্ঞ আমি। একজন অভিনেতা হিসেবে এমন সুযোগ খুব কম পাওয়া যায়। আসলে আমি এমন একটা বয়সে দাঁড়িয়ে রয়েছি, যেখানে শুধুমাত্র বাবাদের চরিত্রই পাওয়া যায়। আর সেই সমস্ত চরিত্রে নিজেকে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বেশ কম পাওয়া যায়। আসলে সব ধরণের সিনেমাই ভীষণ জরুরি। এমন ছবি যেটা মনকে হালকা করে সেটা যেমন জরুরি, তেমনই গুরুত্বপূর্ণ এমন ছবি, যেটা আমাদের ভাবাবে। নিজেদের কৃতকর্মের দিকে ফিরে দেখতে বাধ্য করবে। এই ধরণের ছবি ভীষণ কম তৈরি হয়। আমি চিরকালই বাঙালি সংস্কৃতির ভক্ত। কেরিয়ারের একেবারে শুরুর থেকেই আমি বাংলা ছবি দেখেছি, বাংলার থিয়েটার দেখেছি। বাংলা ছবি দেখে আমি অভিনয়ের অনেক দিক শিখেছি। আর আমি ভীষণ ভাগ্যবান যে এক বছরে ২ বার আমি বাঙালির সঙ্গে কাজ করার সুযোগ পেলাম। আর হ্যাঁ.. সেইসঙ্গে এটাও বলতে চাই, ভাল অভিনয় একা একা হয় না। যদি সামনের অভিনেতা ভাল অভিনয় না করেন, তাহলে কিছুতেই সেরাটা বেরোয় না। মিমি থেকে শুরু করে এই খুদে ... সবাই ভীষণ ভাল কাজ করেছেন এই ছবিতে। সবার একসঙ্গে ভাল কাজই ছবিটাকে ভাল করতে সাহায্য করেছে। ২০১৬ সালে এই মঞ্চেই একটা থিয়েটার করেছিলাম আমি। তারপরে ফের এই মঞ্চে কথা বলার সুযোগ পেলাম। ভাল লাগছে।'
এই মঞ্চে, এদিন পরিচালক নন্দিতা বলেন, 'এই ছবিটা আমাদের কাছে ভীষণ বিশেষ। আমার সহ অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এখন বাংলায় নতুন একটি ছবির শ্যুটিং করছে। কিন্তু আমি চেয়েছিলাম এই সাফল্যে সামিল হতে, তাই এখানে আসা। আর প্রথম হিন্দি ছবিতেই পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করার সুযোগ হল.. এটা বিশাল বড় পাওয়া। এই ছবিটা দেখে আপনি এই ছবির সবচেয়ে খুদে সদস্যটিকেও ভালবেসে ফেলতে বাধ্য।'
আরও পড়ুন: Swara Bhaskar: অভিনয় ছেড়ে সক্রিয় রাজনীতিতে? লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন স্বরা