Parineeti-Raghav: প্রকাশ্যে আনলেন ছেলেকে, একরত্তির কী নাম রাখলেন রাঘব পরিণীতি?
Parineeti Chopra - Raghav Chadha: সোশ্যাল মিডিয়ায় ছেলের এই ২টি ছবি শেয়ার করে রাঘব ও পরিণীতি একটি যুগ্ম পোস্ট করে লিখেছেন, আমাদের হৃদয় এই প্রাণের বিন্দুতে শান্তি খুঁজে পেয়েছে। আমরা ওর নাম দিলাম, 'নীর'।

কলকাতা: জীবনে শুরু হয়েছে এক নতুন অধ্যায়। মা হয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra), বাবা হয়েছেন, রাজনীতিবিদ রাঘব চড্ডা (Raghav Chadha)। পুত্রসন্তান এসেছে তাঁদের কোলে। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিলেও, একরত্তির কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। তবে আজ, পুত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আনলেন রাঘব আর পরিণীতি। তবে মুখ নয়, দেখা গেল একরত্তির খুদে খুদে ২টো গোলাপি পায়ে। তার এক পায়ে চুম্বন এঁকে দিচ্ছেন রাঘব, অন্য পায়ে চুম্বন এঁকে দিচ্ছেন পরিণীতি। অন্য একটি ছবিতে, পরিণীতি ২ হাতে পা ধরে রয়েছেন একরত্তির আর তার হাত আগলে রয়েছে রাঘবের হাত। পাশাপাশি, ছেলের নাম ও প্রকাশ্যে আনলেন রাঘব আর পরিণীতি।
সোশ্যাল মিডিয়ায় ছেলের এই ২টি ছবি শেয়ার করে রাঘব ও পরিণীতি একটি যুগ্ম পোস্ট করে লিখেছেন, আমাদের হৃদয় এই প্রাণের বিন্দুতে শান্তি খুঁজে পেয়েছে। আমরা ওর নাম দিলাম, 'নীর'। শুদ্ধ, শান্ত, স্বর্গীয়, সীমাহীন।' সোশ্যাল মিডিয়ায় রাঘব ও পরিণীতি পুত্রের নাম প্রকাশ করতেই ভেসেছেন শুভেচ্ছাবার্তায়। অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা মাকে। ভালবাসা জানিয়েছেন একরত্তিকেও। আপাতত ছেলেকে নিয়ে দিল্লিতেই রয়েছেন পরিণীতি। বিয়ের পর থেকেই মুম্বই ছেলে পরিণীতির পাকাপাকি বাস দিল্লিতে। রাঘব যেহেতু কাজের সূত্রে দিল্লিতে থাকেন, সেই কারণে পরিণীতির বেশিরভাগ সময় কাটে দিল্লিতেই।
সোশ্যাল মিডিয়ায় সন্তান কোলে আসার খবর শেয়ার করে নিয়েছিলেন রাহুল আর পরিণীতি ২ জনেই। একটি ছবি শেয়ার করে নিয়ে রাঘব আর পরিণীতি লিখেছিলেন, 'অবশেষে সে এসেছে। আমাদের পুত্রসন্তান। ও আমাদের জীবনে আসার আগে, জীবন কীভাবে চলছিল, আমরা যেন বুঝতেই পারছি না। আমাদের কোল ভরা। হৃদয় আরও ভরে উঠেছে। এর আগে, আমরা একে অপরের জন্য ছিলাম। আর এবার, আমাদের কাছে সবকিছু রয়েছে। সবাইকে ধন্যবাদ জানাই.. রাঘব আর পরিণীতি।'
View this post on Instagram
২ বছর বিয়ে হয়েছে রাহুল আর পরিণীতির। প্রেম করেই তাঁদের বিয়ে। রাঘব চড্ডার সঙ্গে প্রথম আলাপেই পরিণীতির মনে হয়েছিল, এই মানুষটা এমনই, যাঁর সঙ্গে পুজো জীবনটা কাটিয়ে দেওয়া যায়। তাঁদের বাগদান হওয়ার বেশ কয়েক মাস পরে, আনুষ্ঠানিকভাবে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। শুরু হয় রাঘব আর পরিণীতির নতুন জীবন।






















