Parno Mittra tested Corona Positive: ফের কোভিড থাবা টলিউডে, দ্বিতীয়বার আক্রান্ত পার্নো
নতুন বছরের সবে একটা দিন পেরিয়েছে। আর এরমধ্যেই টলিউডে করোনার থাবার ঘায়েল একের পর এক তারকা। জিৎ গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের পর একবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র
![Parno Mittra tested Corona Positive: ফের কোভিড থাবা টলিউডে, দ্বিতীয়বার আক্রান্ত পার্নো Parno Mittra tested Corona Positive: Actress Parno Mitra tested Corona Positive , shares news in social media Parno Mittra tested Corona Positive: ফের কোভিড থাবা টলিউডে, দ্বিতীয়বার আক্রান্ত পার্নো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/02/d94e84016243b30e563d392b16198d43_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নতুন বছরের সবে একটা দিন পেরিয়েছে। আর এরমধ্যেই টলিউডে করোনার থাবার ঘায়েল একের পর এক তারকা। জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly), সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) পর একবার করোনা আক্রান্ত অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন অভিনেত্রী।
আজ ইনস্টাগ্রাম স্টেটাসে অভিনেত্রী লেখেন, 'আমি সবার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই। আমি ফের একবার করোনা আক্রান্ত হয়েছি। আমার খুব সামান্য উপসর্গ রয়েছে আর ইতিমধ্যেই আমি নিভৃতবাসে রয়েছি। যাঁরা যাঁরা গত ৩দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে সবার থেকে নিজেকে আলাদা রাখুন এবং করোনা পরীক্ষা করিয়ে নিন। সবার কাছে অনুরোধ, মাস্ক পরুন, সুরক্ষাবিধি বজায় রাখুন আর সতর্ক থাকুন।'
'দেড় বছর পর ক্যামেরার সামনে ফেরা ২০২১-এর সেরা অভিজ্ঞতা'
গতকাল অর্থাৎ বছরের প্রথম দিনেই জোড়া দুঃসংবাদ শুনেছে টলিউড। করোনা আক্রান্ত হয়েছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় ও সৃজিত মুখোপাধ্যায়। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
এর কিছুক্ষণ আগেই ট্যুইটারে একটি পোস্ট করেছিলেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লিখেছিলেন, 'আমার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। তবে শারীরিকভাবে আমি সুস্থবোধই করছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি সবরকম কোভিডবিধি মেনে চলছি। সম্প্রতি যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন।'
তবে কেবল জিৎ গঙ্গোপাধ্যায়, বা সৃজিত নন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা শতরূপা স্যানাল ও তাঁর দিদি চিত্রাঙ্গদা। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শতরূপা নিজেই। এমনকি করোনার জেরে পিছিয়ে গিয়েছে চিত্রাঙ্গদার বিয়েও। বছরের শেষ দিনে মা আর দিদির সঙ্গে দেখা করতে পারেননি নায়িকা ঋতাভরী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)