Pathaan: মুক্তির ১৫দিন পরও বক্স অফিসে 'পাঠান' ঝড় অব্যাহত
Pathaan: সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, শীঘ্রই এই ছবি ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে।
মুম্বই: গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ছবি 'পাঠান' (Pathaan)। এই ছবি দিয়েই দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরেছেন তিনি। 'জিরো'র ব্যর্থতার পর রুপোলি পর্দা থেকে কিছুটা বিরতি নেন। স্বাভাবিকভাবেই বলিউডের বাদশার অনুরাগীরা উত্তেজিত ছিল এই ছবিকে কেন্দ্র করে। আর দর্শকদের উত্তেজনা ও উচ্ছ্বাসের প্রভাব পড়ল বক্স অফিস কালেকশনে। তাই মুক্তি পাওয়া মাত্রই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে 'পাঠান'। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে 'পাঠান' ঝড় চলছে। সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, শীঘ্রই এই ছবি ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে।
'পাঠান' বক্স অফিস কালেকশন-
সম্প্রতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'পাঠান'-এর বক্স অফিস কালেকশন পোস্ট করেছে যশরাজ ফিল্মস। ১৬ দিনে এই ছবি বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করেছে, তা জানানো হয়েছে। যশরাজ ফিল্মসের পোস্ট থেকেই জানা যাচ্ছে, ১৬ দিনে 'পাঠান' বিশ্বজুড়ে ব্যবসা করেছে ৮৭৭ কোটি টাকার। তাদের পোস্ট অনুযায়ী, চলচ্চিত্রের জগতে 'পাঠান'ই সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবি। শুধু হিন্দিতেই নয়, এই ছবি মুক্তি পেয়েছে তামিল ও তেলুগুতেও।
">
[tw]
#Pathaan continues its VICTORIOUS MARCH on weekdays… Will collect ₹ 91 cr [+/-] in *Week 2*, which is an EXTRAORDINARY number… [Week 2] Fri 13.50 cr, Sat 22.50 cr, Sun 27.50 cr, Mon 8.25 cr, Tue 7.50 cr, Wed 6.50 cr. Total: ₹ 436.75 cr. #Hindi. #India biz. pic.twitter.com/cQDFTH8Upr
— taran adarsh (@taran_adarsh) February 9, 2023
[/tw]
আরও পড়ুন - Character Dheela 2.0: 'ক্যারেক্টার ঢিলা'র রিমেক করলেন কার্তিক! দেখে কী প্রতিক্রিয়া সলমনের?
প্রসঙ্গত, 'পাঠান'কে টেক্কা দেওয়ার মতো কোনও ছবি এখনই মুক্তি পাচ্ছে না বলিউডে। সম্প্রতি যশরাজ ফিল্মসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির বিশ্বজোড়া বক্স অফিস কালেকশন শেয়ার করা হয়েছে। যা থেকে জানা যাচ্ছে, শীঘ্রই এই ছবি ৯০০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে। আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে কার্তিক আরিয়ানের ছবি 'শেহজাদা'। ইতিমধ্যেই এই ছবির ট্রেলার ও গান মুক্তি পেয়েছে। যা মাতাচ্ছে নেট দুনিয়া।