এক্সপ্লোর

'Pathaan' Box Office Prediction: প্রথম পাঁচ দিনেই ২০০ কোটি আয়ের আশা, 'পাঠান'-এর হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ শুরু?

'Pathaan': উল্লেখ্য 'পাঠান' ছবির টিমের পক্ষ থেকে চিরাচরিত পদ্ধতিতে কোনও প্রচারপর্ব চালানোই হয়নি। তাতে কি দর্শকের মধ্যে কোনও প্রভাব পড়বে? কী বলছেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্টরা?

নয়াদিল্লি: মাঝে মাত্র ১ দিন। ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। গোটা দেশের সিনেপ্রেমীদের নজর এখন সেইদিকেই। প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরছেন বাদশাহ। দর্শক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির লোকজন থেকে ট্রেড এক্সপার্ট (trade expert), সকলেই এই ছবির অপেক্ষায়। বলিউডের (Bollywood) ভরাডুবি থেকে বাঁচাতে ও বছরের শুরুতেই বক্স অফিসে লক্ষ্মীলাভ হওয়ার ক্ষেত্রে এই ছবির অবদান গুরুত্বপূর্ণ হতে চলেছে। ট্রেড অ্যানালিস্টদের মতে এই ছবি বাকি বছরটার গতি স্থির করে দেবে। সব মিলিয়ে 'পাঠান'-এর ওপর চাপ বাড়ছে রীতিমতো। 

দুর্দান্ত ব্যবসার আশা 'পাঠান'-এর থেকে

'পাঠান' ছবি নিয়ে আশায় বুক বাঁধছেন বলিউডের ট্রেড অ্যানালিস্টরা। এই প্রসঙ্গে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বলেন, 'আমরা সকলেই জানি, প্রায় ৪ বছর পর শাহরুখ খান বড়পর্দায় ফিরছেন তাও একেবারে আদ্যোপান্ত অ্যাকশন ছবির হাত ধরে, এবং ছবির প্রচারেই ম্যাজিক হয়ে গেছে। মানুষ এই ছবি নিয়ে কথা বলছেন। ২০২৩ সালের প্রথম বড় রিলিজ এটি, ফলে সকলের চোখ এই ছবির দিকে।' তাঁর আশা, এই ছবি বক্স অফিসে অন্তত ৪০ থেকে ৫০ কোটি টাকা দিয়ে খাতা খুলবে।

গত শুক্রবার, ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে 'পাঠান'-এর অ্যাডভান্স বুকিং। আর দিনের প্রথম ভাগেই ৫ লক্ষের বেশি টিকিট বুকিং হয়েছে। দেশের প্রথম সারির তিন মাল্টিপ্লেক্স, 'পিভিআর', 'আইনক্স' ও 'সিনেপলিস'-এ প্রায় ২ লক্ষ টিকিট বিক্রি হয়েছে। ছবি মুক্তির যে দিন দুই বাকি, তাতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা যায়। ছবির এই বিপুল পরিমাণ টিকিট অগ্রিম বুকিং প্রসঙ্গে তরণ আদর্শ বলেন, 'এর থেকেই প্রমাণ হয় যে দর্শক বড় মনোরঞ্জক ছবি বড়পর্দাতেই দেখতে চান।'

চলচ্চিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট গিরিশ জোহরের মতে 'পাঠান'-এর অগ্রিম টিকিট বিক্রি সমগ্র বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আত্মবিশ্বাস এনেছে। কারণ ২০২২ সালে বিশ্বব্যাপী সিনেমা এবং দক্ষিণ ভারতের সিনেমাগুলির সঙ্গে শক্তিশালী প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল হিন্দি ছবিগুলিকে। তিনি বলেন, 'প্রত্যেক ফরম্যাটে, প্রত্যেক ভাষায় ছবির অগ্রিম টিকিট বুকিং দুর্দান্ত। এর থেকে শুধু ছবি নির্মাতারাই নন, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিই আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। এই মুহূর্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সেরা ছবি পাঠানই। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামের স্টারকাস্ট রয়েছে, সিদ্ধার্থ আনন্দের পরিচালনা, ও প্রযোজনায় যশ রাজ ফিল্মস, প্রত্যেকেই তাঁদের জায়গায় শীর্ষে। পাঠানের শুরু দুর্দান্ত হবে বলেই আশা করছি।' তবে তাঁর মতে ছবির বক্স অফিস সাফল্যের শুরু হবে ৩৫ থেকে ৩৮ কোটি থেকে। 

তবে 'পাঠান'-এর সাফল্য শুধু তাঁর প্রথম দিনের ব্যবসাতেই সীমাবদ্ধ থাকবে না। সকল ট্রেড অ্যানালিস্টদেরই আশা, এই ছবি তার '৫-দিন দীর্ঘ' উইকেন্ডে রেকর্ড ভাঙা ব্যবসা করবে। দেশীয় বাজারেই এই ছবি প্রথম পাঁচ দিনে ১৭৫ থেকে ২০০ কোটির ব্যবসা করবে বলে আশা অ্যানালিস্ট গিরিশ জোহরের, বিশ্বের বাজারে যে অঙ্কটা খুব সহজেই ৩৫০ কোটি ছোঁবে বলে আশা তাঁর।

অন্যদিকে চলচ্চিত্র প্রদর্শক অক্ষয় রাঠির মন্তব্য, যশ রাজ ফিল্মস তাঁদের শেষ বছরের ব্যর্থতার পর 'বাউন্স ব্যাক' করবে কিং খানের হাত ধরেই। তিনি বলেন, 'সিদ্ধার্থ আনন্দ এবং যশ রাজ শহুরে অ্যাকশন ঘরানায় কখনও ভুল করেননি। তা টাইগার ছবি হোক বা ধুম ফ্র্যাঞ্চাইজি হোক বা ওয়ার, এই ঘরানায় যশ রাজ চিরকাল ঊর্ধ্বগামী। ফলে সিদ্ধার্থের মতো পরিচালক, যে খুব ভাল অ্যাকশন সেট ও বিনোদন বোঝেন, নিশ্চিত হিট ছবিই দেবেন।'

 

২০১৯ সালে মুক্তি পায় সিদ্ধার্থ আনন্দ পরিচালিত হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত 'ওয়ার'। এই ছবি বলিউডের প্রথম দিনের ব্যবসার নিরিখে শীর্ষে। মুক্তির দিন 'ওয়ার' লাভ করেছিল ৫৩.৩৫ কোটি টাকা। সেই রেকর্ড কি ভাঙবে 'পাঠান'? সেই উত্তর এখন সময়ের অপেক্ষা। শাহরুখ খানের ২০১৮-এ মুক্তি পাওয়া শেষ ছবি প্রথম দিনে ১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করতে পেরেছিল। মুখ থুবড়ে পড়ে এই ছবি বক্স অফিসে। শাহরুখের কেরিয়ারের অন্যতম বড় ফ্লপ এটি।

আরও পড়ুন: KL Rahul-Athiya Shetty: আজই সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল-আথিয়া, থাকতে পারেন ধোনি-কোহলি-সলমন

উল্লেখ্য 'পাঠান' ছবির টিমের পক্ষ থেকে চিরাচরিত পদ্ধতিতে কোনও প্রচারপর্ব চালানোই হয়নি। তাতে কি দর্শকের মধ্যে কোনও প্রভাব পড়বে? তরণ আদর্শের মতে, 'যে মুহূর্তে কোনও অভিনেতা মুখ খুলছেন, কোনও মতামত দিচ্ছেন, বয়কটের ডাক উঠছে, বিতর্ক বাঁধছে। ফলে সেসবের মধ্যে পড়ার কী দরকার?' অন্যদিকে, গিরিশ জোহরের মতে যে যশ রাজ ফিল্মস খুবই 'বুদ্ধিমান'-এর মতো সিনেমাটির প্রচার করেছে এবং তাঁর মতে, 'বেশরম রং' গান নিয়ে তৈরি বিতর্কও ছবিটি সম্পর্কে সচেতনতা বাড়িয়েছে। অক্ষয় রাঠির বক্তব্য, 'পাঠান বাকি বছরের গতিবেগ সেট করবে এবং বক্স অফিসে ব্যবসা ফিরিয়ে আনবে এবং লক্ষ লক্ষ মানুষের জীবিকা ফিরিয়ে আনবে যাঁরা ছবি নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত।'

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Terrorist Link: বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? বাংলাদেশে চলত প্রশিক্ষণ? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!
বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? বাংলাদেশে চলত প্রশিক্ষণ? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!
Howrah Train Service: হাওড়া শাখায় প্রতিদিন ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল! উদ্বিগ্ন নিত্যযাত্রীরা, কেন এই সিদ্ধান্ত?
হাওড়া শাখায় প্রতিদিন ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল! উদ্বিগ্ন নিত্যযাত্রীরা, কেন এই সিদ্ধান্ত?
Bangladesh Updates: কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ, বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব, গ্রেফতার ১
কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ, বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব, গ্রেফতার ১
Rafale Fighter Jet: ভারতের যুদ্ধবিমানকে কটাক্ষ বাংলাদেশের, ভারতীয় বায়ুসেনার গর্ব রাফালের বিশেষত্ব কী?
ভারতের যুদ্ধবিমানকে কটাক্ষ বাংলাদেশের, ভারতীয় বায়ুসেনার গর্ব রাফালের বিশেষত্ব কী?
Advertisement
ABP Premium

ভিডিও

Bangladesh News: যুদ্ধ জিগির তুলে BNP নেতার হাস্যকর আস্ফালন। রাফাল প্লেন নিয়ে চ্যালেঞ্জ BNP নেতার।Parliament Session: শাহের বক্তব্য বিকৃতির অভিযোগে রাহুলের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিসBangladesh News: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশে কড়া বার্তা ভারতেরTMC News: পদ গেল অভিষেকের হয়ে ব্যাটিং করা তৃণমূলের ২ শিক্ষক নেতার, মুখ খুললেন হুমায়ুন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Terrorist Link: বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? বাংলাদেশে চলত প্রশিক্ষণ? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!
বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? বাংলাদেশে চলত প্রশিক্ষণ? বিস্ফোরক তথ্য প্রকাশ্যে!
Howrah Train Service: হাওড়া শাখায় প্রতিদিন ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল! উদ্বিগ্ন নিত্যযাত্রীরা, কেন এই সিদ্ধান্ত?
হাওড়া শাখায় প্রতিদিন ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল! উদ্বিগ্ন নিত্যযাত্রীরা, কেন এই সিদ্ধান্ত?
Bangladesh Updates: কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ, বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব, গ্রেফতার ১
কালী মূর্তি ভেঙে মন্দির তছনছ, বাংলাদেশের জেলায় জেলায় তাণ্ডব, গ্রেফতার ১
Rafale Fighter Jet: ভারতের যুদ্ধবিমানকে কটাক্ষ বাংলাদেশের, ভারতীয় বায়ুসেনার গর্ব রাফালের বিশেষত্ব কী?
ভারতের যুদ্ধবিমানকে কটাক্ষ বাংলাদেশের, ভারতীয় বায়ুসেনার গর্ব রাফালের বিশেষত্ব কী?
Christmas Attack: ক্রিসমাসের বাজারে জনজোয়ারকে পিষল গাড়ি, জার্মানিতে রক্তস্রোত, জারি হাই অ্যালার্ট
ক্রিসমাসের বাজারে জনজোয়ারকে পিষল গাড়ি, জার্মানিতে রক্তস্রোত, জারি হাই অ্যালার্ট
Asit Majumdar: জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়
জনসংযোগে বেরিয়ে নর্দমায় পড়ে গেলেন TMC MLA! পায়ে ধরল চিড়
West Bengal LIVE News Updates: আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন
আজ থেকে হাওড়া শাখায় বাতিল হচ্ছে বহু লোকাল ট্রেন
Mohun Bagan SG: গোয়ার কাছে হেরে জোর ধাক্কা, দলের পাশেই দাঁড়ালেন মোহনবাগান কোচ মোলিনা
গোয়ার কাছে হেরে জোর ধাক্কা, দলের পাশেই দাঁড়ালেন মোহনবাগান কোচ মোলিনা
Embed widget