KL Rahul-Athiya Shetty: আজই সাত পাকে বাঁধা পড়ছেন রাহুল-আথিয়া, থাকতে পারেন ধোনি-কোহলি-সলমন
Cricket and Bollywood: ২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছেন রাহুল ও আথিয়া।
মুম্বই: বছরের প্রথম তারকা জুটির বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে ২৩ জানুয়ারি। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কে এল রাহুল (KL Rahul)। তারকা ক্রিকেটার ও বলিউড অভিনেত্রীর বিয়ে নিয়ে সরগরম দেশের ক্রিকেট ও সিনেমহল।
২৩ জানুয়ারি বিশেষ দিন। নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী। আর বিয়ের জন্য এই বিশেষ দিনটিই বেছে নিয়েছেন রাহুল ও আথিয়া। দুই তারকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বিয়ের লগ্ন ২৩ জানুয়ারি বিকেল চারটেয়। সেই সময়ই সাত পাকে বাঁধা পড়বেন রাহুল ও আথিয়া। বিয়ে সম্পন্ন হওয়ার পর সন্ধ্যার দিকে ছবির জন্য ক্যামেরাম্যানদের পোজ দেওয়ার কথা রাহুল ও আথিয়ার। তার আগে অবশ্য ক্যামেরা নিয়ে কড়াকড়ি রয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে যাঁরা আমন্ত্রিত, তাঁদের ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা সম্প্রতি সব তারকার বিয়েতেই দেখা যাচ্ছে।
কোথায় হচ্ছে রাহুল-আথিয়ার বিয়ে? সুনীল শেট্টির খাণ্ডালার ফার্মহাউসে। সেখানে কয়েকদিন ধরেই উৎসবের আবহ। রবিবার ছিল সঙ্গীত অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন জ্যাকি শ্রফের মেয়ে কৃষ্ণা, বলিউডের নামী ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ। আজ, সোমবার বিয়ের দিন সকালে গায়ে হলুদ অনুষ্ঠান। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান খুব বড় হচ্ছে না। একশোজন মতো অতিথি আমন্ত্রিত হয়েছেন। পরে মুম্বইয়ে বড় করে রিসেপশন হওয়ার কথা রয়েছে। মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শোনা যাচ্ছে, বিয়ের দিন হাজির থাকবেন মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলিরা। তবে সুনীল শেট্টির মেয়ের বিয়েতে বলিউড বাদ থাকে কী করে? সূত্রের খবর, নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে হাজির থাকবেন জ্যাকি শ্রফ, সলমন খান, অক্ষয় কুমাররা।
রবিবার বিয়ের আগের দিন সুনীল শেট্টি জানিয়েছেন যে, বিয়ে মিটে গেলে নবদম্পতিকে ছবি তোলার জন্য হাজির করবেন। ফার্মহাউসে ঢোকার সময় সাংবাদিকদের তিনি বলেছেন, 'কাল বাচ্চাদের নিয়ে আসছি। আপনারা যেরকম ভালবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।' সাংবাদিকদের মূল মণ্ডপে প্রবেশাধিকার না থাকলেও, তাঁদের বিশ্রাম নেওয়ার জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে। সেখানে খাবারও পরিবেশন করা হচ্ছে।
শোনা যায়, এক বন্ধুর মাধ্যমে রাহুল ও আথিয়ার পরিচয় হয়েছিল। সেখানেই ফোন নম্বর বিনিময় করেছিলেন দুই তারকা। তারপর একে অপরের জন্মদিনে শুভেচ্ছা জানানো শুরু হয়। ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ে। রেস্তোরাঁ সহ বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে তারকাদ্বয়কে। পরে ২০২০ সালে ইনস্টাগ্রামে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নেন রাহুল ও আথিয়া।