Pathaan: ট্রেলার মুক্তিতে দেরি, 'পাঠান'-এর তরফ থেকে তাই নতুন চমক অনুরাগীদের
Pathaan News: ২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল কিং খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' -এর টিজার
মুম্বই: ইতিমধ্যেই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান' (Pathaan) এর টিজার। তবে এখনও নাকি এই ছবির ট্রেলার মুক্তি পেতে দেরি আছে ১ মাসেরও বেশ সময়! এই খবর বেশ হতাশ করেছে অনুরাগীদের। আর তাই, শাহরুখ অনুরাগীদের কথা ভেবে নতুন চমকের কথা ঘোষণা করলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
২ নভেম্বর, শাহরুখ খানের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল কিং খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং জন আব্রাহাম (John Abraham) অভিনীত 'পাঠান' -এর টিজার। আগামী বছর ২৫ জানুয়ারি রিলিজ হবে শাহরুখ-দীপিকা-জনের ধুন্ধুমার অ্যাকশন ফিল্ম। বাজারের কথা মাথায় রেখেই হিন্দি, তামিল ও তেলুগুতে রিলিজ হচ্ছে এই বিগ বাজেট ফিল্ম।
আরও পড়ুন: Gaurav Riddhima: বছরে ২ বার বিবাহবার্ষিকী পালন করেন গৌরব-ঋদ্ধিমা!
আজ ছবির পরিচালক জানিয়েছেন, এই ছবি মুক্তি পাবে জানুয়ারির শেষে। আর ট্রেলার মুক্তি পাবে জানুয়ারির প্রথমে। তবে জানুয়ারির মধ্যেই মুক্তি পাবে 'পাঠান'-এর দুটো গান। এর ফলে, ট্রেলারের ঝলক না পেলেও, দর্শকেরা শুনতে পাবেন 'পাঠান' -এর দুটি নতুন গান।
সিদ্বার্থ আনন্দ বলছেন, 'পাঠান-এর ২টো অনবদ্য গান মুক্তি পাবে এই বছরেই। আর গান দুটোই এই বছরের অ্যান্থম গান হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। আমরা মানুষকে নতুন ২টো গানকে উপভোগ করার যথেষ্ট সময় দিতে চাই।'
View this post on Instagram