Pathaan Trailer: শাহরুখের 'পাঠান'-এ অতিথিশিল্পী রণবীর? রইল ছবি
Ranveer Singh: 'পাঠান'-এর ট্রেলারে নেটিজেনরা দেখা পেলেন এক অভিনেতার। যাঁকে দেখে রণবীর সিংহ বলে দাবি তাঁদের। ট্রেলারে তাঁকে দেখা গেল ছোট্ট এক ঝলকে।
মুম্বই: সদ্যই মুক্তি পেয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) বহু প্রতীক্ষিত ছবি 'পাঠান'-এর ট্রেলার (Pathaan Trailer)। অ্যাকশন, থ্রিলারে জমজমাট এই ছবির ট্রেলারে নজর কেড়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham)। ভিন্নভাবে দেখা গিয়েছে ডিম্পল কাপাডিয়াকেও। তবে, 'পাঠান'-এর ট্রেলারে নেটিজেনরা দেখা পেলেন এক অভিনেতার। যাঁকে দেখে রণবীর সিংহ (Ranveer Singh) বলে দাবি তাঁদের। ট্রেলারে তাঁকে দেখা গেল ছোট্ট এক ঝলকে।
'পাঠান'-এ রণবীর সিংহ রয়েছেন?
'পাঠান' ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই নেটিজেনরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাত্র কয়েক মিনিটেই এই ছবির ট্রেলার মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। জমজমাট অ্যাকশন থেকে থ্রিলার এই ছবির গল্প ঘিরে রহস্য ঘনিয়েছে। আর সেখানেই মাঝে ছোট্ট কয়েক সেকেন্ডের জন্য দেখা মিলল এক অভিনেতার। যাঁকে দেখে রণবীর সিংহ বলে দাবি নেটিজেনদের। ট্রেলার মুক্তি পেতেই রণবীর সিংহের সেই লুক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত 'পাঠান' নির্মাতা কিংবা রণবীর সিংহের পক্ষ থেকে অফিশিয়ালি এই খবর জানানো হয়নি।
Pathan main ranveer singh bhi hai? 😂#PathaanTrailer pic.twitter.com/8d0sc1YFSl
— Prayag (@theprayagtiwari) January 10, 2023">
Loved the glimpse of Ranveer Singh in that #PathaanTrailer 🔥🔥🔥 pic.twitter.com/5XIhyEaoDY
— bru (@BruJacck) January 10, 2023">
আরও পড়ুন - Pathaan Trailer OUT: জমজমাট অ্যাকশন ও থ্রিলার, প্রকাশ্যে 'পাঠান' ট্রেলার
প্রসঙ্গত, দীর্ঘ দিন পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁর অভিনীত 'পাঠান' ছবিটিকে ঘিরে অত্যন্ত উত্তেজিত দর্শকেরা। কমেন্ট বক্স তাঁরা নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আর এবার এই মাল্টিস্টারার ছবিতে রণবীর সিংহের মতো জনপ্রিয় তারকার দেখা পেয়ে আরও উত্তেজিত নেটিজেনরা।
">
শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। এই ছবির ব্যর্থতার পর দীর্ঘ বিরতি নেন কিং খান। ২০২১-এ ঘোষণা হয় যে, 'পাঠান' সহ আরও বেশ কিছু ছবি নিয়ে আসতে চলেছেন অভিনেতা। স্বাভাবিকভাবেই এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতেও যার প্রভাব পড়েছে।