Shah Rukh Khan: 'বেশরম রং' মুক্তির আগে নিজের লুক শেয়ার কিং খানের, বাড়ল উত্তেজনার পারদ
Pathaan Update: অনুরাগীদের রবিবারের উত্তেজনা বাড়িয়ে শাহরুখ খান নিজের লুক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, 'অফ বোটস... অফ বিউটি... অ্যান্ড বেশরম রং!'
মুম্বই: আজ ১২ ডিসেম্বর, প্রযোজক আদিত্য চোপড়া (Aditya Chopra) ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Sidharth Anand) একেবারে তৈরি বহু প্রতীক্ষিত 'পাঠান'-এর (Pathaan) প্রথম গান রিলিজ করতে। তার আগে গতকাল প্রকাশ্যে আনা হল গানে শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রথম লুক। দর্শকদের উত্তেজনার পারদ চড়িয়ে সেই পোস্ট এখন ভাইরাল। দীপিকার রূপের ছটায় কাহিল হয়েছিলেন দর্শক আগেই, এবার নজরে কিং খান।
'বেশরম রং' কিং খান
১২ ডিসেম্বর, অর্থাৎ আজ বেলা ১১টায় মুক্তি পাবে 'পাঠান' ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। ছবিতে বন্দুকধারী চরের চরিত্রে দেখা যাবে বাদশাহকে যার কাছে 'পাঠান'কে হত্যা করার লাইসেন্স আছে। তবে সেই মারকাটারি লুক ছেড়ে এই গানে তাঁকে 'কুল কিং' লুকে দেখা যাবে।
অনুরাগীদের রবিবারের উত্তেজনা বাড়িয়ে শাহরুখ খান নিজের লুক পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লেখেন, 'অফ বোটস... অফ বিউটি... অ্যান্ড বেশরম রং!'
View this post on Instagram
আরও পড়ুন: Raj Chakraborty: বড়পর্দা নয়, এবার ওয়েব সিরিজে 'প্রলয়' ফেরাচ্ছেন রাজ, মুখ্যভূমিকায় শাশ্বত-ঋত্বিক
'পাঠান' মুক্তি পাচ্ছে ২৫ জানুয়ারি, ২০২৩ সালে। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। প্রসঙ্গত, 'জিরো'র পর ফের এই ছবির হাত ধরেই মূল চরিত্রে ফিরছেন শাহরুখ খান। এছাড়া আগামী বছর তিনটি ছবি তাঁর মুক্তির অপেক্ষায়। শুরু 'পাঠান' দিয়ে। ফলে কিং খান ফ্যানেদের উত্তেজনাও তুঙ্গে। এই গানের শ্যুটিং হয়েছে স্পেনে। দিন কয়েক আগে এই গানে দীপিকা পাড়ুকোনের লুকও শেয়ার করা হয়েছিল প্রযোজনা সংস্থার তরফে।