'Geetabitaner Dibbi': 'গীতবিতান এর দিব্যি' নিয়েই গানের সফর শুরু, প্রকাশ্যে 'কলকাতা চলন্তিকা'র প্রথম গান
'Geetabitaner Dibbi' Out: সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানটি মূলত প্রেমের। ভালবাসার শহরে ভালবাসা কীরকম ধীরে ধীরে গড়ে ওঠে, সম্পর্কগুলি কলকাতার বুকে কীরকম চলতে থাকে তাইই দেখানো হয়েছে গানে।
কলকাতা: 'গীতবিতান এর দিব্যি' (Geetabitaner Dibbi) নিয়েই শুরু হল পাভেলের (Pavel) আগামী ছবি 'কলকাতা চলন্তিকা'র (Kolkata Chalantika) সুরযাত্রা। মুক্তি পেল ছবির প্রথম গান। নাম 'গীতবিতান এর দিব্যি'। সঙ্গীত পরিচালনায় রণজয় ভট্টাচার্য (Ranajoy Bhattacharjee)।
মুক্তি পেল 'গীতবিতান এর দিব্যি'
'কলকাতা চলন্তিকা' ছবির প্রথম গান মুক্তি পেল গতকাল। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা প্রমুখ।
সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানটি মূলত প্রেমের। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনে ভালবাসার মানে, ভালবাসার রূপ একেক ধরনের। তাঁদের প্রেমে পড়া, প্রেমযাপনেও রয়েছে বিস্তর ফারাক। আর এই ছবির ভিন্ন ধারার মানুষের জীবনের প্রেমকাহিনিই শোনাবে এই গান।
ভালবাসার শহরে ভালবাসা কীরকম ধীরে ধীরে গড়ে ওঠে, সম্পর্কগুলি কলকাতার বুকে কীরকম চলতে থাকে তাইই দেখানো হয়েছে গানে। অপরাজিতা আঢ্য এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁকে প্রতিদিন বাসে একজন জায়গা ছেড়ে দেয় বসার জন্য। তাঁদের ভালোবাসার আভাস মিলবে গানে। অন্যদিকে অফিসে প্রকাশ করতে না পারা দিতিপ্রিয়া আর কিরণ দত্তের ভালবাসার ছোঁয়া মিলবে। আবার ইশা সাহা ও সৌরভ দাস এই সিনেমায় নিম্নবিত্ত গরিব জুটির চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালবাসা কীভাবে শহরের অলিতে গলিতে মেতে ওঠে, মিশে যায় তা দেখা যাবে। ছবিতে শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী, যিনি ট্রেলারে নিজেকে বড্ড একা মানুষ বলেছিলেন তাঁর প্রেমের গল্পও কেমন ছিল এই গানে দেখানো হয়েছে।
ছবি সম্পর্কে পরিচালক পাভেল বলেন, 'এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।' পাভেলের 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাবে ২৫ অগাস্ট।
আরও পড়ুন: Sri Aurobindo Documentary: ১৪ ও ১৫ অগাস্ট দূরদর্শনে দেখানো হবে শ্রী অরবিন্দর ওপর তৈরি তথ্যচিত্র