#PawriHoRahiHai Trend: ‘পাউড়ি’ ট্রেন্ডে মজেছেন শাহিদ কপূরও!
টলিউড থেকে বলিউড, সাধারণ মানুষ থেকে নায়ক-নায়িকারা, সবাই আপাতত মেতেছেন ‘পাউড়ি’-র ট্রেন্ডে। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন অভিনেতা শাহিদ কপূরও। ওয়েব সিরিজের শ্যুটিং-এর মধ্যেই রাজ ও ডিকের সঙ্গে পোস্ট করলেন মজার ভিডিও।
কলকাতা: টলিউড থেকে বলিউড, সাধারণ মানুষ থেকে নায়ক-নায়িকারা, সবাই আপাতত মেতেছেন ‘পাউড়ি’-র ট্রেন্ডে। আর এবার সেই ট্রেন্ডে গা ভাসালেন অভিনেতা শাহিদ কপূরও। ওয়েব সিরিজের শ্যুটিং-এর মধ্যেই রাজ ও ডিকের সঙ্গে পোস্ট করলেন মজার ভিডিও।
আপাতত বিগ বাজেট ওয়েব সিরিজের কাজে ব্যস্ত শাহিদ। শ্যুটিং সেট থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন শাহিদ কপূর। সেখানে দেখা যায়, ক্যামেরা ধরে রয়েছেন রাজ নিধিমরু। তিনি প্রথমে বলছেন, ‘ইয়ে মেরা স্টার হ্যায়, ইয়ে হাম হ্যায়, ইঁহাপে পাউড়ি গল্প হো রাহি হ্যায়।’ এরপরেই ক্যামেরা শাহিদদের দিকে প্যান করেন রাজ। বেজে ওঠে হানি সিং-এর গান ‘পার্টি অল নাইট'। অন্যান্যরা নাচ বন্ধ করে দিলেও নিজের মনে নাচ চালিয়ে যেতে থাকেন শাহিদ। এই ভিডিওটি পোস্ট করে শাহিদ লেখেন, ‘ফেকার্স, ফেকিং, ফেকু’।
জানুয়ারি মাসের ২৪ তারিখে নিজের সোশ্যাল মিডিয়ায় রাজ ও ডিকের সঙ্গে ছবি পোস্ট করে নিজের নতুন ওয়েব সিরিজের কথা জানান শাহিদ। সেখানে তিনি লেখেন, ‘নতুন একটা কিছু শুরু হতে যাচ্ছে। এই সমস্ত খারাপ ছেলেরা একটা খারাপ কিছু পরিকল্পনা করছে।’ কিছুদিন পরে তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় রাশি খন্নার সঙ্গে পরিচয় করিয়ে দেন অনুরাগীদের। নতুন ওয়েব সিরিজে শাহিদের বিপরীতে দেখা যাবে রাশিকে। রাজ ও ডিকের সঙ্গে এটাই প্রথম কাজ হতে চলেছে শাহিদ-রাশির।
আপাতত নিজের নতুন ছবি ‘জার্সি’-র মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহিদ। অন্যদিকে অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে রাজ ও ডিকের ‘দ্য ফ্যামিলি ম্যান’।
এই পাউড়ি ট্রেন্ডের শুরু পাকিস্তানি তরুণী দানানীর একটি ভিডিও থেকে। সেখানে পার্টিকে ‘পাউড়ি’ বলে উল্লেখ করেন তিনি। সেই ভিডিওই ভাইরাল হয়ে যায়। এমনই জনপ্রিয়তা পায় সেই ভিডিও যে সোশ্য়াল মিডিয়ার হাত ধরে পা রাখেন ভারতে। আপাতত সাধারণ মানুষ থেকে শুধু করে নায়ক নায়িকারাও মজেছেন ‘পাউড়ি’-র ট্রেন্ডে